রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

যেসব আমলে গোনাহ মাফ হয়

মুফতি আইয়ুব নাদীম:
পার্থিব জীবনে মানুষ শয়তানের ধোঁকা, নফসের প্ররোচনা ও পরিবেশের তাড়নায় অনেক সময় নানা ধরনের গোনাহ করে থাকে। তবে মানুষ তার কৃত গোনাহের মাফ চায়, কিন্তু কি করলে এবং কোন আমলে কৃত গোনাহ মাফ হয় তা জানে না। গোনাহ মাফের এমন কিছু আমল রয়েছে, যেগুলো করলে মানুষের গোনাহ মাফ হয়ে যায়। এর কয়েকটি হলো

তওবা : তওবা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল। যার দ্বারা আল্লাহ বান্দার যাবতীয় গোনাহ মাফ করে থাকেন। তওবা আল্লাহর কাছে অনেক প্রিয় আমল। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ বান্দার তওবার কারণে ওই লোকের চেয়েও বেশি খুশি হন, যে লোক মরুভূমিতে তার (একমাত্র বাহন) উট হারানোর পর পেয়ে যে পরিমাণ খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হন আল্লাহ।’ -সহিহ বোখারি : ৬৩০৯

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তবে কেউ তওবা করলে, ইমান আনলে এবং সৎকর্ম করলে, আল্লাহ এরূপ লোকদের পাপরাশী পুণ্য দ্বারা পরিবর্তিত করে দেবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ -সুরা ফুরকান : ৭০

হাদিসে ইরশাদ হয়েছে, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘গোনাহ থেকে তওবাকারী তো ওই ব্যক্তির মতো, যার কোনো গোনাহ নেই।’ -ইবনে মাজা : ৪৩৯

অধিক পরিমাণে ইস্তেগফার : অধিক পরিমাণ ইস্তেগফার করা। ইস্তেগফার হচ্ছে, কৃত গোনাহের ওপর লজ্জিত হওয়া। আমরা যেহেতু উঠতে, বসতে, সব সময় গোনাহ করে থাকি, সেহেতু আমাদের জন্য উঠতে, বসতে, সব সময় অধিক পরিমাণে ইস্তেগফার তথা কৃত গোনাহের ওপর অনুতপ্ত ও লজ্জিত হয়ে মাওলা পাকের কাছে ফিরে যাওয়া জরুরি। কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর মুমিনরা! তোমরা সবাই আল্লাহর সমীপে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো।’ -সুরা নুর : ৩১

নেক আমল : মানুষ যেসব নেক কাজ করে, তা দ্বারা তার পূর্বে কৃত সগিরা গোনাহের প্রায়শ্চিত্ত হয়ে যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই পুণ্য রাজি পাপরাশিকে মিটিয়ে দেয়। যারা উপদেশ মানে তাদের জন্য এটা এক উপদেশ।’ -সুরা হুদ : ১১৫

হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা কি মনে করো, যদি তোমাদের মধ্যে কারও বাড়ির আঙিনায় একটা ঝর্ণা থাকে, আর সে প্রতিদিন পাঁচবার তাতে গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? তারা বলল, না। কোনো ময়লাই থাকতে পারে না। তিনি বললেন, পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক সেই রকমই। আল্লাহ এগুলোর সাহায্যে গোনাহসমূহ বিলীন করে দেন।’ -সুনানে তিরমিজি : ২৮৬৮

এক মুমিনের অপর মুমিনের জন্য দোয়া : কোনো মুমিন ব্যক্তি যদি অপর মুমিনের জন্য দোয়া করে, এর বরকতে আল্লাহ ওই মুমিনের কৃত সগিরা গোনাহ মাফ করে দেন। হাদিসে বর্ণিত হয়েছে, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, কোনো মৃত ব্যক্তির জানাজায় ১০০ জন মুসলিমের দল উপস্থিত হলে এবং তারা সবাই তার জন্য ক্ষমা প্রার্থনার সুপারিশ করলে তাদের এই সুপারিশ কবুল হবে।’- মুসলিম : ৯৪৭

অন্য হাদিসে বর্ণিত হয়েছে, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তি যখন তার অনুপস্থিতিতে অপরের জন্য দোয়া করে, তখন আল্লাহর এক ফেরেশতা বলে তোমার জন্য অনুরূপ।’ -সুনানে তিরমিজি : ৬৮২০

মৃত ব্যক্তির জন্য নেককাজ : মৃত ব্যক্তির জন্য যেকোনো ধরনের নেক কাজের কারণে তার কৃত গোনাহ মাফ হয়ে যায়, যেমন কারও পিতা-মাতা কিংবা কোনো আত্মীয়স্বজন মারা গেল, এখন যদি তাদের পক্ষ থেকে মসজিদ, মাদ্রাসা, ইত্যাদি যেকোনো কল্যাণকর কাজে দান করা হয়, অথবা কোনো গরিবদের সহায়তা করা হয়, তাহলে এর বদৌলতে আল্লাহ তার যাবতীয় গোনাহ মাফ করে দেন।

হাদিসে ইরশাদ হয়েছে, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নেক কাজের পরে আরেকটি নেক কাজ হলো নিজের নামাজের সঙ্গে পিতা-মাতার জন্য নামাজ পড়া, নিজের রোজার সঙ্গে তাদের জন্য রোজা রাখা। -মোকদ্দমায় মুসলিম : ১২

দুনিয়ার কষ্ট : পার্থিব এই জীবনে মানুষকে নানা সময় বিভিন্ন কষ্টের মুখোমুখি হতে হয়, এ কষ্টের কারণেও কষ্ট নিপতিত ব্যক্তির গোনাহ মাফ হয়ে যায়। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, ‘তোমাদের যে বিপদ দেখা দেয়, তা তোমাদের নিজ হাতের কৃতকর্মেরই কারণে দেখা দেয়। আর তিনি তোমাদের অনেক কিছুই (অপরাধ) ক্ষমা করে দেন।’ -সুরা শূরা : ৩০

হাদিসে ইরশাদ হয়েছে, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দার ওপর ছোট-বড় যেকোনো মুসিবতই আসে, তা তার গোনাহের জন্যই আসে। আর আল্লাহ অনেক গোনাহ মাফ করে দেন।’ -সুনানে তিরমিজি : ৩২৫২

অন্যত্র বর্ণিত আছে, কষ্ট ও মুসিবতের কারণে আল্লাহ গোনাহ মাফ করে দেন। -হাকিকাতুল ইমান : ১৩৮

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION