রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আপনার জিজ্ঞাসা

ধর্ম ডেস্ক:
চাঁদার জন্য মাগরিবের জামাতে বিলম্ব

মো. আনোয়ার হোসেন, বসুরহাট, কোম্পানীগঞ্জ।

প্রশ্ন : আমাদের এলাকায় এক মসজিদে প্রত্যেহ মাগরিবের আজানের পর চাঁদা ওঠানো হয়, যার দরুন নামাজ ১৫-২০ মিনিট দেরিতে শুরু হয়। প্রশ্ন হলো, এভাবে চাঁদা তোলার জন্য মাগরিবের জামাত দেরিতে শুরু করার বিধান কী?

উত্তর : মসজিদের প্রয়োজনে মসজিদের ভেতর চাঁদা ওঠানো জায়েজ হলেও এভাবে মাগরিবের নামাজে দেরি করে চাঁদা ওঠানো ঠিক নয়। যেহেতু মাগরিবের নামাজ ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে পড়া সুন্নত, বিশেষ কোনো কারণ ছাড়া দেরি করা মাকরুহ, তাই সময় হয়ে যাওয়ার পর চাঁদা তোলার বাহানায় ১৫-২০ মিনিট দেরি করে মাগরিবের নামাজ আদায় করার দ্বারা নামাজ হয়ে গেলেও মাকরুহ হবে। ফাতাওয়ায়ে রহিমিয়া : ২/৩৭

মেয়েদের পায়ে মেহেদি লাগানো

মো. আবু বকর সিদ্দিক, পাগলা, নারায়ণগঞ্জ।

প্রশ্ন : আমরা জানি, মেহেদি পায়ে লাগানো উচিত নয়। কিন্তু অনেক মেয়ে পায়ে মেহেদি লাগায়। অনেক স্বামীও তাদের স্ত্রীর পায়ে মেহেদি দেখতে পছন্দ করে। ইসলামে এর বিধান কী?

উত্তর : নারীদের জন্য হাতে-পায়ে মেহেদি লাগানো জায়েজ। বরং স্বামীর সন্তুষ্টির জন্য স্ত্রীর মেহেদি ব্যবহার করা উত্তম। আপ্ফনাতাওয়ায়ে খানিয়া : ৩/৪১২

একাকী নামাজরত ব্যক্তির ইক্তেদা

মো. মাহতাব হোসেন, ঢুলিভিটা, ধামরাই।

প্রশ্ন : আমার বাবা একাকী মাগরিবের নামাজ পড়ছিলেন, এ সময় আমার এক ভাই তার পাশে গিয়ে তার অনুসরণ করে নামাজে দাঁড়িয়ে যায়। আমার ভাইয়ের নামাজ কি শুদ্ধ হবে? আমার বাবা তো তাকে মুক্তাদি হিসেবে নিয়ত করে নামাজ শুরু করেননি।

উত্তর : মুক্তাদির নামাজ শুদ্ধ হওয়ার জন্য ইমামের নিয়তের প্রয়োজন হয় না; বরং মুক্তাদিকে ইক্তিদার নিয়ত করতে হয়। সুতরাং কেউ যদি একা ফরজ নামাজ পড়তে থাকে, আর ওই অবস্থায় কোনো ব্যক্তি এসে তার পেছনে ইক্তিদা করে, তাহলে উভয়ের নামাজ হয়ে যাবে। সুতরাং আপনার ভাইয়ের নামাজও শুদ্ধ হবে। আপকে মাসায়েল আওর উনকা হল : ২/২২৬

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION