শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সুন্নতের অনুসরণে ক্ষমার ওয়াদা

মীযান মুহাম্মদ হাসান:
সুন্নাহ আরবি শব্দ, অর্থ : আদর্শ, রীতি-নীতি, পদ্ধতি ও পন্থা ইত্যাদি। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আখলাক, অনুসরণ-অনুকরণ; তার কাজ এবং তিনি যা করেছেন, সাহাবিদের করতে বলেছেন। কিংবা সাহাবিদের করতে বারণ করেননি। বরং মৌন সমর্থন করেছেন। এ জাতীয় নিয়ম-নীতি, নৈতিকতা; পদ্ধতি ও আদর্শের অনুসরণকেই পরিভাষায় সুন্নাহ বলা হয়। যেসবের মধ্যে রয়েছে মানবজাতির জন্য অসংখ্য কল্যাণ ও সমূহ উপকারিতা। এমনকি গোনাহ মাফের ওয়াদাও রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে। কোরআনে কারিমে আল্লাহতায়ালা বলেন, ‘হে নবী! আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাস, তবে আমার অনুসরণ করো। আল্লাহতায়ালা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ শ্বসুরা আলে ইমরান : ৩১

এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, ‘ইহুদি এবং খ্রিস্টান জাতির দাবি ছিল। আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহতায়ালাও আমাদের ভালোবাসেন। বিশেষ করে খ্রিস্টানরা হজরত ঈসা (আ.) এবং তার মা হজরত মারইয়াম (আ.)-এর প্রতি ভক্তি ও ভালোবাসায় এ পরিমাণ বাড়াবাড়ি করেছিল যে, তাদের উপাস্যের আসনে বসিয়ে দিয়েছিল। আর তারা এমনটি এই মনে করে করত যে, এর দ্বারা তারা আল্লাহর নৈকট্য এবং তার সন্তুষ্টি ও ভালোবাসা লাভে ধন্য হতে পারবে। তাই আল্লাহতায়ালা সুরা আলে ইমরানে উপর্যুক্ত আয়াতে পরিষ্কারভাবে নির্দেশনা প্রদান করেন।

কেবল মৌখিক দাবি এবং মনগড়া পদ্ধতি অনুসরণ করে আল্লাহর ভালোবাসা এবং তার সন্তুষ্টি লাভ করা যায় না। বরং আল্লাহর ভালোবাসা লাভ করার পথ একটাই, তা হলো- শেষ নবী মুহাম্মদ (সা.)-এর ওপর ইমান আনা এবং তার অনুসরণ করা। অতএব, আল্লাহর ভালোবাসা প্রত্যাশাকারী কোনো ব্যক্তি যদি মুহাম্মদ (সা.)-এর অনুসরণের মাধ্যমে তা অনুসন্ধান করে, তাহলে অবশ্যই সে সফল হবে এবং ভালোবাসার দাবিতে সত্য প্রমাণিত হবে। অন্যথা সে মিথ্যুক হবে এবং উদ্দেশ্য অর্জনেও ব্যর্থ হবে। নবী কারিম (সা.) বলেন, ‘যে ব্যক্তি এমন কোনো কাজ করল, যে কাজের নির্দেশ আমি দিইনি, তার সে কাজ প্রত্যাখ্যাত।’ শ্বসহিহ বোখারি

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি আমার সুন্নাহ তথা আদর্শকে ভালোবাসে, (এবং সুন্নাহকে অনুসরণ করে জীবনকে পরিচালিত করে) সে যেন আমাকে ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসে, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। শ্বসুনানে তিরমিজি

অন্য আরেক হাদিসে হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, নবী কারিম (সা.) বলেন, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে। তবে যে অস্বীকার করে সে ব্যতীত। সাহাবিরা প্রশ্ন করেন, অস্বীকারকারী কে? তিনি বলেন, যে আমাকে অনুসরণ করল সে জান্নাতে প্রবেশ করল। আর যে আমাকে প্রত্যাখ্যান করে তথা আমার সুন্নাহ ও আদর্শকে অস্বীকার করে। সে-ই হলো আমাকে অস্বীকারকারী। শ্বসহিহ বোখারি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION