সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কুতুবদিয়ায় স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক শেখ রাসেল অডিটোরিয়াম ও জরুরি বিভাগ উদ্বোধন

নাছির উদ্দীন,  কুতুবদিয়া

এ অঞ্চলে অতীতেও সংসদ সদস্য ছিল। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি তেমন গুরুত্ব দিতো না। তার ৫ বছর মেয়াদে একবারেই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। আজ শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেবায় সারাদেশের মত কুতুবদিয়ায়ও সেবার মানোন্নয়ন হয়েছে। কিছু কিছু ঘাটতি থাকলেও এগুলো দ্রুত সমাধান করা হবে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক শেখ রাসেল অডিটোরিয়াম উদ্বোধন কালে কক্সবাজার -২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এখন দ্বীপ কুতুবদিয়ায় সরকারি কর্মকর্তারা চাকরির সুবাদে আসলেও পরে যেতে চায় না। তারা অন্য উপজেলায় বদলি হলেও এ অঞ্চলের মানুষকে চিকিৎসা সেবা দিতে আসেন। সবদিক দিয়ে কুতুবদিয়ার মতো জনবিচ্ছিন্ন এলাকায় বিদ্যুতের কারণে আধুনিক স্বাস্থ্য সেবার সকল সুবিধা পাচ্ছেন এ দ্বীপের মানুষ। বর্তমান সরকারের টানা শাসন আমলে দেশের মানুষের জীবন যাত্রার মান বেড়েছে কয়েক গুণ। এর সবই সম্ভব হয়েছে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরদর্শী ও কার্যকর অর্থনৈতিক পদক্ষেপের জন্য।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক মো. তাহের, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারী বিভাগের চিকিৎসক জহিরুল ইসলাম, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমগীর খান মাতবর সহ প্রমুখ। এর আগে, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নবনির্মিত ভবনে জরুরি বিভাগ উদ্বোধন করেন। পরে, বড়ঘোপ ইউনিয়নের রোমাই পাড়া এলাকার মরহুম শিক্ষক হাবিবুল্লাহর জানাজা নামাজে অংশ নেন। এ উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম ওই কমপ্লেক্সের অতীত ও বর্তমান নিয়ে সেবার মানোন্নয়ন ও ঘাটতির বিষয়গুলো তুলে ধরেন। এ ঘাটতি দূর করতে প্রাথমিক ভাবে এক লাখ টাকার চেক দেন সাংসদ আশেক উল্লাহ রফিক।পরে, সন্ধ্যা পৌনে ৫ টার দিকে উপজেলা গেইটে ফুলকলি শো-রুম উদ্বোধন করেন এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক হাজার সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION