রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র সহ আরসার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:
রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে অস্থিরতা ও নাশকতা সৃষ্টি করতে দেশি-বিদেশি অস্ত্র গুলি মজুদ করতে গিয়ে এক রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে উখিয়া ১৪ এপিবিএন পুলিশের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপ অধিনায়ক পুলিশ সুপার আরেফিন জুয়েল এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কক্সবাজারের উখিয়া ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে ১৪ এপিবিএন এর একদল পুলিশ এই অভিযান চালায়। এসময় আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ উখিয়া ৩ নম্বর ক্যাম্পের ডি/৫১ ব্লকের মোদাচ্ছেরের পুত্র এবং সে রাখাইন ষ্টেটের সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার এক শীর্ষ সন্ত্রাসী। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি ৫টি অস্ত্র।

উপ অধিনায়ক পুলিশ সুপার আরেফিন জুয়েল আরো জানান, মিয়ানমারের রাখাইনে চলমান যুদ্ধ সংঘাতের সুযোগ নিয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা নতুন করে অস্থিরতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে। সাম্প্রতিক কালে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা ভিত্তিক সন্ত্রাসী গ্রুপ মারামারি ও উত্তেজনা সৃষ্টি করছে।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ের ঢালুস্থান এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি বড় ওয়ান শুটার গান ১ টি, মাঝারি সাইজের ওয়ান শুটার গান ২ টি, রাইফেলের গুলি ২০ রাউন্ড, শর্টগানের কার্তুজ ১ টি, রাইফেলের গুলির খোসা ২০ টি, পিস্তলের গুলির খোসা ৩ টি উদ্ধার করা হয়।

গ্রেফতার আরসা সন্ত্রাসী আব্দুল্লাহর বিরুদ্ধে ক্যাম্পে অস্থিরতা ও নাশকতা সৃষ্টির অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে মোট ৮ টি হত্যা মামলা রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান রাখাইনের যুদ্ধ সংঘাত নিয়ে ক্যাম্পে যে কোন ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা প্রতিরোধ করা হবে। এ ব্যাপারে পুলিশ ক্যাম্পে সতর্ক রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION