রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই আড়াই শতাধিক ঘর

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আড়াই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৪ মে) বেলা ১১টার দিকে তানজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকের কাঁঠালগাছতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর ৪ হাজারের অধিক রোহিঙ্গা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও ২২০টি ঝুপড়ি ঘর, ২৫টি দোকান, ৪৫টি টয়লেট, ১টি এনজিও সংস্থার (কারিতাস বাংলাদেশ) অফিস, ১টি মসজিদ, ১টি শিশুবান্ধব কেন্দ্র, ১টি কমিউনিটি স্পেইচ। পাশাপাশি স্থানীয়দের ২টি ঘর পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

উখিয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল হেসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

রোহিঙ্গা নারী লাইলা বেগম বলেন, কীভাবে আগুন লাগে আমরা বুঝতে পারিনি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ঘর থেকে বের হয়ে পড়ি।

রোহিঙ্গা আব্দুল শুক্কুর বলেন, আগুন লাগার খবর পেয়েই একদল দুর্বৃত্তরা বাড়িঘরে লুটপাট চালায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি স্থানীয়দের ২টি বসতবাড়ি পুড়ে গেছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন বলেন, তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের বাজারে হঠাৎ আগুনে লাগে। এরপর মুহুর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। পরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে প্রথমে তাদের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ২টি ইউনিট গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION