শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারের ‘বিশেষ ট্রেন’ চলাচল শুরু

ভয়েস নিউজ ডেস্ক:

১২ দিন বন্ধ থাকার পর আবার চট্টগ্রাম–কক্সবাজারের ‘বিশেষ ট্রেন’ চলাচল শুরু হয়েছে। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে এই ট্রেনটি চালু করা হয়। আজ বৃহস্পিবার সকাল ৭টায় চট্টগ্রাম রেলস্টেশনে থেকে ছেড়ে ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছায়। তবে, ট্রেনটি ২৪ জুন পর্যন্ত চালানো হবে বলে জানান রেলওয়ে সংশ্লিষ্টরা।

চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিশেষ ট্রেনটি চালু হয়েছে। এই ট্রেন চলবে ২৪ জুন পর্যন্ত।’

গত ৮ এপ্রিল থেকে বিশেষ ট্রেনটি ৯/১০ লোড নিয়ে চলাচল শুরু করে। ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনটি চালায় রেলওয়ে। পরে চট্টগ্রামের মানুষের আন্দোলনের মুখে ৩০ মে পর্যন্ত ট্রেনটি চলে।

প্রথম ১৮ দিনে এই ট্রেনে রেলওয়ের আয় হয় ৪২ লাখ টাকা। ট্রেনটিতে প্রতিদিনই যাত্রীদের চাপ ছিল। এক মাসে এই ট্রেনের আয় হয় ৬০ লাখ টাকার বেশি। দেশে চলাচল করা অন্য ট্রেনের চেয়ে এই ট্রেনের আয় ছিল বেশি।

ট্রেনটিতে আসন ছিল ৪৩৮টি। এর মধ্যে প্রথম শ্রেণির ৫৪টি, প্রথম শ্রেণির চেয়ার ৫৪ ও শোভন ৩৩০টি। এটি চট্টগ্রামের ষোলোশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামুতে থামত।

বিশেষ ট্রেনে শোভন শ্রেণির আসনের জন্য সর্বনিম্ন ভাড়া ৪৫ টাকা, প্রথম শ্রেণির আসনের জন্য ১৮৫ টাকা। তবে কক্সবাজার পর্যন্ত এই ভাড়া যথাক্রমে ১৮৫ ও ৩৪০ টাকা। বাসের ভাড়া সর্বনিম্ন ৪২০ থেকে সর্বোচ্চ ৮০০ টাকা।

অভিযোগ রয়েছে, বাসমালিকদের চাপে পড়ে এই বিশেষ ট্রেন বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই অভিযোগ করেন।

এর আগে গত বছরের ১১ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর এক মাসের মধ্যে ১ ডিসেম্বর এই রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ঢাকা থেকে সরাসরি একটি ট্রেন চালু করা হয়। তারপর চলতি বছরের ১৪ জানুয়ারি ‘পর্যটক এক্সপ্রেস’ নামে আরও একটি ট্রেন চালু করা হয়। সেটিও সরাসরি ঢাকা থেকে কক্সবাজার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION