সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকের ছনকলা এলাকায় আগুনের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
আজ রাত ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করে, লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) খানজাদা শাহরিয়ার বিন মান্নান।
তিনি জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এফ-ব্লক ও সিএ-ব্লকের প্রায় ৫০টির বেশি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে এপিবিএন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাজের জানান, আগুন লাগার পরপরই ক্যাম্পের বাসিন্দারা নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ৫০ থেকে ৬০টির বেশি ঘর পুড়ে যায়।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্যাম্পে আগুনের লাগার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।
ভয়েস/আআ