রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ওমরাহর সময় শিশুদের জন্য নির্দেশনা

ইসলাম। ফাইল ছবি।

ধর্ম ডেস্ক:
অনেক মুসলিম পিতামাতা ও অভিভাবক তাদের শিশু সন্তানদের নিয়ে ওমরাহ করতে যান, কিন্তু এ ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো শিশুদের নিরাপত্তার ব্যাপারটি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুসন্তানকে সঙ্গে নিতে ইচ্ছুক ওমরাহযাত্রীদের জন্য কিছু নির্দেশিকা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। সেগুলো হলো

পরিচিতিমূলক ব্রেসলেট : ওমরাহর সময় প্রত্যেক শিশুর ডান অথবা বাঁ হাতের কবজিতে অবশ্যই পরিচিতিমূলক ব্রেসলেট থাকতে হবে। লাখ লাখ ওমরাহযাত্রীর ভিড়ে কোনো শিশু হারিয়ে গেলে তার পরিচিতি সম্পর্কিত প্রাথমিক কিছু তথ্য পাওয়া যাবে সেই ব্রেসলেটে।

ভিড় এড়িয়ে চলা : যেসব ওমরাহযাত্রী তাদের শিশুদের নিয়ে ওমরায় এসেছেন, তাদের ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য ভিড় কম হয় এমন সময় ও স্থান বেছে নিতে বলা হয়েছে।

ব্যক্তিগত পরিচ্ছন্নতা : শিশুদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে অভিভাবকদের যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রাথমিক দায়িত্ব অবশ্যই অভিভাবকদের।

খাদ্যের প্রতি নজর রাখা : ওমরাহর সময় শিশুরা যেন স্বাস্থ্যকর ও তাদের শরীরের জন্য উপযোগী খাদ্য গ্রহণ করতে পারে, সে জন্য অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

হজের সময় এক মাস ছাড়া সারা বছরই ওমরাহ পালন করা যায়। তবে সৌদি আরবের আবহাওয়াগত কারণে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত ওমরাহযাত্রীদের ভিড় থাকে বেশি। প্রতি বছর সৌদি ও বাইরের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম ওমরাহ করতে মক্কায় যান।

ওমরাহযাত্রীদের সুবিধার জন্য চলতি বছর ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন বৃদ্ধি করেছে সৌদি সরকার। সেই সঙ্গে নারী যাত্রীদের জন্য স্বামী বা মাহরামের সঙ্গে ওমরাহ করার বাধ্যতামূলক নিয়মও রদ করেছে সরকার। নতুন নিয়মে নারীযাত্রীরা চাইলে স্বামী বা মাহরাম ছাড়াই ওমরাহ করতে পারবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION