শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

মহেশখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জাইকার কান্ট্রি ডিরেক্টর 

ভয়েস প্রতিবেদক,মহেশখালী:

স্থানীয় কাউন্সিলর ও গোরকঘাটা বাজার বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে পৌর সদরের বিভিন্ন রাস্তাঘাট,কাঁচা বাজার,মাছ বাজার ও বাজারে অবস্থিত বিভিন্ন সংস্কার উপযুক্ত ড্রেন,মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন জাইকার এই প্রতিনিধি দল।

২৫মে জাইকার এই প্রতিনিধি দলের সাথে পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার সাথে উপস্থিত ছিলেন,মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক, পৌর কাউন্সিলর বাবু জনি মং, বাবু প্রণব কুমার দে, পৌর সচিব নুর মোহাম্মদ, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাঈদুল ইসলাম, গোরকঘাটা বাজার বনিক কল্যান সমিতির আহবায়ক মো: কাইছার, যুগ্ন আহবায়ক মোহাম্মদ সরওয়ার কামাল, যুগ্ন আহবায়ক রেজাউল করিম, আওয়ামিলীগ নেতা মাহমুদুল হক সহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীদের একাংশ।

জাইকার কান্ট্রি ডিরেক্টরের নেতৃত্বে মহেশখালী পৌরসভার মেয়রের সাথে আজকের সাক্ষাত ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন ও নতুনভাবে উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে পক্ষের যে আলোচনা তা নিয়ে আনুষ্টানিকভাবে এখনো কেউ গণ-মাধ্যমকে কিছু না জানালেও বিশেষ সূত্রে জানা যায়, অতীতে জাইকার পক্ষ থেকে যেসমস্ত উন্নয়ন প্রকল্প মহেশখালী পৌরসভায় বরাদ্ধ দিয়েছিলেন, তা মহেশখালীর পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার সার্বিক তত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়েছে প্রায়, এবং সে সমস্ত উন্নয়ন কাজ সমুহ জাইকার ভিন্ন ভিন্ন প্রতিনিধি দল বিভিন্ন সময়ে পৌর পরিষদের কাউকে না জানিয়ে নিজেদের মত করে পরিদর্শন,ও পরীক্ষা নিরীক্ষা করে সম্পুর্নরুপে সঠিক কাজের মুল রুপরেখার যে ভিত্তি তা হাতেনাতেই প্রমাণ পেয়েছেন।

তারই ধারাবাহিকতায় মেয়র মকছুদের নেতৃত্বে পূর্বের এইসব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সঠিক নগরায়নকে মুল্যায়ন করতেই মুলত অতীতের সফলতার ফলপ্রসুর হিসেবে অল্প কিছুদিনের মধ্যেই জাইকার পক্ষ থেকে আসতে পারে মহেশখালী পৌরসভায় উন্নয়নে কাজের জন্য বিরাট আরও একটি বাজেট। এতে করে পাল্টে যেতে পারে পৌর সদরের কাচা বাজার,মাছ বাজার, মাংসের বাজার সহ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংস্কার উপযুক্ত উন্নতমানের ড্রেইনেজ ব্যবস্থা সহ সার্বিক উন্নয়ন সমুহ।

ভয়েস/জেই্উ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION