বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সৈকতে নাঠি হাতে হিজড়াকে মারধর: সেই যুবক পুলিশ হেফাজতে

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্রসৈকতে এক হিজড়াকে লাঠি দিয়ে বেধড়ক মারধরের ঘটনায় ফারুকুল ইসলাম (২২) নামের এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার রাতে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ।

পুলিশ হেফাজতে থাকা ফারুকুল ইসলাম একজন মাদ্রাসার ছাত্র ও চট্টগ্রামের সাতকানিয়া এলাকার মৌলনা মাজেদুল ইসলামের ছেলে। সে কক্সবাজারের বাহারছড়া এলাকায় বসবাস করে।

কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হিজড়াকে লাঠি দিয়ে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হয়। পরে বিষয়টি নজরে আসলে পুলিশ ওই যুবককে হেফাজতে নেয়। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হিজড়াদের পক্ষ থেকে সকালে অভিযোগ করার কথা রয়েছে। তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এটি লিখিত আবেদনের উপর নির্ভর করবে’।

এর আগে শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে। যেখানে দেখা যায়, সমুদ্রসৈকতে এক হিজড়াকে কান ধরে উঠবস করানো হচ্ছে। তাকে ঘিরে রেখেছে জনা বিশেক যুবক। বেশির ভাগের হাতে ভিডিও ধারণরত মোবাইল। ওই হিজড়াকে হাতের লাঠি দিয়ে প্রহার করে তাকে বিচ থেকে চলে যেতে বলা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION