শুক্রবার, ১১ Jul ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘জুলাই সনদ, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়

ভয়েস নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই সনদ ঘোষণা, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়। জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে।’

বৃহস্পতিবার (১০ জুলাই) এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে মাগুরায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই সনদ ঘোষণর আগে কোনও নির্বাচন ছাত্র-জনতা মেনে নেবে না। আগে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার হতে হবে। খুনিদের বিচার, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের পাঁয়তারা করা হলে আবারও গণ-আন্দোলন গড়ে তোলা হবে। যতদিন পর্যন্ত না দোষীদের বিচার হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

তিনি আরও বলেন, ‘অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। আমরা আগামী ৫ আগস্টের মধ্যে এর বাস্তবায়ন চাই। এই দাবিতে আগামী ৩ আগস্ট ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে।’

এর আগে, দুপুর দেড়টায় জুলাই পদযাত্রাটি ঝিনাইদহ থেকে মাগুরা এসে পৌঁছায়। পদযাত্রাটি মাগুরা শহর প্রদক্ষিণ করে। পদযাত্রায় নাহিদ ইসলাম ছাড়াও সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন, তাসকিন জারাসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। পদযাত্রাটি মাগুরা ভায়নার মোড়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে নেতৃবৃন্দ মাগুরা জেলা অডিটোরিয়ামে জুলাইয়ে নিহত শহীদ পরিবার এবং আহতদের সাথে সাক্ষাৎ করেন। পরে পদযাত্রাটি নড়াইলের উদ্দেশে রওনা দেয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION