বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে মহেশখালীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি’র আয়োজনে আজ ৩০ (জুলাই) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“সংঘবদ্ধ অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষনের অনাচার” – এ প্রতিপাদ্যের আলোকে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্ল্যাহ্।
এসময় উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহেদ মন্নান, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি’র ফিল্ড ফেসিলিটেটর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মহিউদ্দিন, শিক্ষক ও সাংবাদিক আমিনুল হক, ছোটমহেশখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লুৎফুন্নেছাসহ অন্যান্যরা।
সভায় মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
ভয়েস/জেইউ।