শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিপ্লবের নামে আর কোন প্রাণহানি চাইনা:প্রফেসর মুফিজুল হক জাতীয় নির্বাচনের ঘোষণা আসবে শিগগিরই : আইন উপদেষ্টা পেকুয়ায় মোটরসাইকেল, ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক আংশিক পরিবর্তন চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময়সূচি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তাঁর ছেলে–মেয়ের বিচার শুরু জি এম কাদেরের কার্যক্রম সাংগঠনিক কার্যক্রম পরিচালন‍ায় নিষেধাজ্ঞা “কক্সবাজার মাদক ও মানবপাচারের দূর্গ” সদরের লিংকরোডে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই ৫ আগস্ট : স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু নির্বাচন: নির্বাচন ঘিরে আন্দোলনপ্রসূত ছাত্রনেতাদের নাম আলোচনায়

আংশিক পরিবর্তন চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরীক্ষামূলকভাবে নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। এই নতুন সময়সূচি আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে।

রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে সৈকত এক্সপ্রেস (৮২১ নম্বর) ট্রেনটি প্রতিদিন সকাল ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যায়। তবে পরীক্ষামূলক সময়সূচি অনুযায়ী, এটি ভোর ৫টা ৫০ মিনিটে স্টেশন ত্যাগ করবে।

অন্যদিকে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (৮২২ নম্বর) ট্রেনটি এখন সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে যায়। নতুন সূচি অনুযায়ী, এটি সকাল ১০টায় ছাড়বে।

এই সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত গত মঙ্গলবার নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান।

রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর স্বাক্ষর করা একটি চিঠিতে উল্লেখ করা হয়—যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষার স্বার্থে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস এবং চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এছাড়া ঢাকা-কক্সবাজার রুটেও চলাচল করছে আরও দুটি আন্তঃনগর ট্রেন—কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কক্সবাজার রেললাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে চালু হয় ঢাকা থেকে বিরতিহীন কক্সবাজার এক্সপ্রেস। এরপর জানুয়ারিতে যোগ হয় পর্যটক এক্সপ্রেস।

চট্টগ্রাম থেকে ট্রেন চালু না হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরপর গত বছরের ৮ এপ্রিল একটি বিশেষ ট্রেন চালু করা হলেও কোচ ও ইঞ্জিন সংকটের অজুহাতে ৩০ মে তা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়দের দাবির মুখে গত ১২ জুন আবার চালু হয় ট্রেনটি। নিয়মিত চলাচল শুরু হয় চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে।

সৈকত এক্সপ্রেস ট্রেনটি ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে থামবে।

প্রবাল এক্সপ্রেস থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION