শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাড়ী এলাকার “নুইন্যামুইন্যা ব্রিজ” এলাকায় টহল পুলিশের তল্লাশি চৌকিতে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পেকুয়া সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকার ফরিদ আহমদের ছেলে মো. রুবেল (২৮) এবং চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকার আক্তার হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৫)।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা জানান, “গোপন সংবাদের ভিত্তিতে হরিণাফাড়ী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা তারা পাচারের উদ্দেশ্যে বহন করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”
তিনি আরও বলেন, “গ্রেপ্তার হওয়া দুইজনই পেশাদার মাদক কারবারি এবং তারা স্থানীয়ভাবে ইয়াবা সরবরাহ ও পরিবহনের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাদের বিরুদ্ধে পেকুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে তাদেরকে চকরিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।”
ভয়েস/জেইউ।