শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
‘মুগ্ধতার সড়ক’ সম্প্রসারণের নামে পাহাড় কেটে সাবাড়! ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় পাহাড় ধ্বসে তিনজন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে। আজ ভোর সকাল ৬টার দিকে উখিয়া সদরের মুহুরিপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার সময় এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ তিনটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
এঘটনায় নিহতরা হলেন- উখিয়া ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের পুত্র জাহিদ হোসেন (২৩), ক্যাম্প-১ ব্লক-বি ১ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের পুত্র ছৈয়দ আকবর (২০) ও ক্যাম্প ১৭ এর এইচ ব্লকের সোলতান আহমদের ছেলে নুর কবির (২২)।
উদ্ধার তৎপরতায় নিয়োজিত উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক কক্সবাজার ভয়েসকে জানান, পাহাড় ধসের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাহাড়ের মাটি নিচে আর কোন লোক মাটি ছাপা পড়ে আছে কিনা উদ্ধার অভিযান অব্যাহত আছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী কক্সবাজার ভয়েসকে বলেন, নিহতদের মরদেহ উখিয়া থানায় আনা হয়েছে। এখান থেকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভয়েস/আআ