শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত তিনজন উদ্ধার, গ্রেপ্তার ২

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে গহীন পাহাড় থেকে তিনজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় দুইজন অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২৬ মার্চ) বিকাল প্রায় ৫ টায় টেকনাফের বৈদ্যঘোনা (নতুন পল্লান পাড়া) গহীন পাহাড়ী এলাকা হতে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন আমান উল্লাহ (১৯), সিরাজুল মোবিন (১৮), আবু তাহের (২৭)

গ্রেপ্তার হলেন, টেকনাফ সদরের মাঠপাড়া এলাকার নবী হোসেন (২৭),জাহিদ হোসেন প্রঃ কাবিলা (২২)।

বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার মোঃ শামসুল আলম খান। তিনি জানান ২৫ মার্চ আমান উল্লাহ (১৯) ও তার বন্ধু সিরাজুল মোবিন (১৮) ফজরের নামাজের উদ্দেশ্যে বের হলে হোয়াইক্যং ইউনিয়নের উলুবুনিয়া রাস্তায় পৌঁছালে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা।

আমান উল্লাহ’র বাবা ঠান্ডা মিয়া নামের এক ব্যক্তি র‌্যাব ১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পে অভিযোগ দায়ের করলে তথ্য প্রযুক্তির সহয়তায় টেকনাফের একটি মাদ্রাসার সামনে হতে অপহরণকারীর চক্রের মূলহোতাসহ দুইজন কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণের কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে উদ্ধার করা হয়।উক্ত অভিযান অভিযান চলাকালীন সময়ে ২৫ মার্চ উখিয়ার কুতুপালং হতে অপহৃত হওয়া অপর একজন আবু তাহের (২৭) কে উদ্ধার করা হয়।

অপহরণকারীদের থেকে ২টি রাম দা, ২৫ ফুট শিকল, ৮টি তালা, ২টি চাবির ছড়া সহ ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION