রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি চল্লিশ লাখ টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বিকেল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের শুকুরের কাটি ক্যারেঙ্গাঘোনা এলাকায় মিয়ানমারের দিক থেকে দুইজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের দিকে অগ্রসর হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে বাদামি রঙের একটি বস্তার ভেতর খাকি স্কচটেপ মোড়ানো আটটি প্যাকেটে মোট ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ভয়েস/জেইউ।