শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
মিয়ানমারে পাচারের সময় ২৫টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। এসময় ৪জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের রামুর গর্জনিয়া বড়বিল সীমান্ত এলাকা থেকে এসব মোবাইল সেট জব্দ করা হয়। এসময় মোঃ জুবাইর (২৩), আঃ রহিম@ শাকিল(২১) মোঃ এরশাদ (২১) ও হৃদুল দাশ (২২) কে গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত মোবাইলগুলো মধ্যে TECNO ব্রান্ডের ১৩ টি, Infinix ৫ টি, Honor ৩ টি, Oppo ব্রন্ডের ৪ টি মোবাইল রয়েছে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শোভন কুমার শাহ জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে গর্জনিয়া বড়বিল সীমান্ত দিয়ে কিছু মোবাইল মিয়ানমারের পাচার হচ্ছে। এসংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো: জুয়েল চৌধুরীসহ পুলিশ সদস্যরা অভিয়ান চালায়। পরে এসব মোবাইল ও পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত মোবাইল ফোন ও ধৃত আসামীদের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
ভয়েস/আআ