সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনায় মৃত্যুর হারে চীনের চেয়ে বাংলাদেশে বেশী

সংগৃহীত ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট মারা গেলেন চার হাজার ৭৫৯ জন। করোনায় মৃতের সংখ্যায় এখন চীনকে (চার হাজার ৭৩৪) ছাড়িয়ে গেলো বাংলাদেশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আজকের মৃত্যু তালিকা যোগ হলে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনার আপডেটে বাংলাদেশের অবস্থান হবে ২৮তম।

বর্তমানে ৯৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় এক হাজার ৮১২ জন এবং এখন পর্যন্ত মোট তিন লাখ ৩৯ হাজার ৩৩২ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় দুই হাজার ৫১২ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৪৩ হাজার ১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪৭টি নমুনা সংগ্রহ আর ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২২ জন আর নারী চার জন। এখন পর্যন্ত মোট তিন হাজার ৭০৮ জন পুরুষ এবং এক হাজার ৫১ জন নারী মারা গেছেন। শতকরা হিসাবে পুরুষ ৭৭ দশমিক ৯২ শতাংশ আর নারী ২২ দশমিক শূন্য আট শতাংশ।
অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এর তথ্য অনুযায়ী অধিদফতর জানায়, মারা যাওয়া ২৬ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন আর বাড়িতে একজন মারা গেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION