বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে ৯ দিনে ৭৮৭ মিলিমিটার বৃষ্টিপাত, অর্ধশতাধিক গ্রামে জলাবদ্ধতা হিমছড়ি সৈকতে ভেসে গিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার শহর গ্রামে বেড়েছে চোরের উপদ্রব মহেশখালীর সব্বির আহমেদ, আব্দুল জলিল ও মৌলানা ইলিয়াসের মৃত্যুতে ডক্টর হামিদুর রহমান আযাদের শোক হোয়াইট হাউসের ধন্যবাদ পেল পাকিস্তানের সেনাপ্রধান ‘ভালো’ বলা পর্যবেক্ষকদের আগামী নির্বাচনে পর্যবেক্ষণে না নেয়ার ইঙ্গিত সিইসির এসএসসির ফল প্রকাশ ১০ জুলাই দুপুর ২টায় প্রধান উপদেষ্টা ও তাসনিম জারাকে নিয়ে কটুক্তিকারী মেকানিক রেজাউল বরখাস্ত হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু কক্সবাজারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

দেশী-বিদেশী পর্যটকদের জন্য কক্সবাজারের সাথে বিমানের নেটওয়ার্ককে আরো শক্তিশালী করা হচ্ছে 

নেছার আহমদ:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেছেন, কক্সবাজারে দেশী-বিদেশী পর্যটকদের আগমন বৃদ্ধির জন্য বাংলাদেশ বিমানের যাত্রী সেবার মান বাড়াতে সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য কক্সবাজারের সাথে সারাদেশের বিমানের সরাসরি নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা সরাসরি কক্সবাজারে আসতে পারবে। কক্সবাজার যেহেতু একটি আন্তর্জাতিক পর্যটন সমৃদ্ধ স্হান পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে রয়েছে। তাই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। দেশ বিদেশ থেকে পর্যটকেরা এখন সরাসরি কক্সবাজারে আসতে পারবে।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের পর্যটন মোটেল শৈবালে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী উপরোক্ত কথা বলেন। সৈয়দপুর বিমানবন্দর থেকে কক্সবাজারে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট উদ্বোধন উপলক্ষে এই প্রেস ব্রিফিংয় এর আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, কক্সবাজারকে একটি আধুনিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এ জন্য কক্সবাজারের দর্শনীয় স্থানগুলোকে সৌন্দর্য মন্ডিত করে গড়ে তুলতে সরকার সিদ্ধান্ত নিয়েছে। দর্শনীয় স্থান গুলোকে বিশ্বমানের করে সাজানো হবে।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিমানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদুল হাসান জানিয়েছেন. বাংলাদেশ বিমানের যাত্রী পরিসেবার মান বাড়ানো হচ্ছে। বিমান বহরে বর্তমানে ২১ টি ছোট বড়ো উড়োজাহাজ রয়েছে। বর্তমান গন্তব্য সমুহ রাখার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রান্তে নতুন নতুন গন্তব্য চালু করার প্রস্তুতিও নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহে দুবার এই রুটে বিমান চলাচল করবে। প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে এবং বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে ছেড়ে যাবে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া পড়বে ৫ হাজার ৯০০ টাকা। তবে উদ্বোধনী ফ্লাইটে প্রতি টিকিটের উপর ১৫ শতাংশ বিশেষ মূল্য ছাড় দেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বললেন, অভ্যন্তরীণ পর্যটকও যেমন আমাদের বাড়াতে হবে তেমনি আন্তর্জাতিক পর্যটকও বাড়াতে হবে। আন্তর্জাতিক রুটেও নতুন নতুন ফ্লাইট সংযুক্ত হচ্ছে।

ফ্লাইট উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের হোটেল শৈবালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী আরো বলেন, আমরা চাচ্ছি, সারা বিশ্ব থেকে, দেশের নানা স্থান থেকে পর্যটকরা কক্সবাজারে আসবে। আবার কক্সবাজার থেকে পর্যটকরা উত্তরবঙ্গের নান্দনিক স্থাপনাগুলো দেখতে যাবে।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, বিমান বাংলাদেশ এর বিভিন্ন কর্মকর্তা, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আমিন আল পারভেজ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তি রায়, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION