শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টিকা না নিলে স্কুল-কলেজে যাওয়া যাবে না

ভয়েস নিউজ ডেস্ক:

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা অন্তত এক ডোজ করোনাভাইরাসের টিকা না নিলে স্কুল-কলেজে যেতে পারবেন না।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আজ ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠকে হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা বৈঠকে যোগ দেন। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ‘শিক্ষা মন্ত্রণালয় অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছে। ভ্যাকসিন ছাড়া কেউ স্কুল বা কলেজে আসতে পারবে না।’

শিক্ষার্থীদের তো এখনও ভ্যাকসিন দেওয়াই হয়নি, সাংবাদিকদের এ কথার জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এখন আমাদের গ্রাম-গঞ্জ পর্যন্ত পর্যাপ্ত ভ্যাকসিন আছে। যদি না থাকত, তাহলে হেলথ বিভাগকে ধরতাম।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী বলে দিয়েছেন যে, ভ্যাকসিনেটেড না হলে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবেন না। অন্তত এক ডোজ নিতে হবে।’

এখন থেকে ১২ বছরের বেশি বয়সীদের স্কুলে যেতে হলে অন্তত এক ডোজ টিকা লাগবে, ম্যাসেজটা কি এমন? এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জ্বি। আজকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। পরশুদিন আলোচনা হয়েছে। আজকে কনফার্ম করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা হলো—যারা ভ্যাকসিন না নেবে, তারা স্কুল-কলেজে আসতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের কথা ওনারা বলেননি।’

সারা দেশে কি শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা আছে? এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যেকোনো আইডি কার্ড নিয়ে গেলে করোনার টিকার জন্য নিবন্ধন করতে পারবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION