শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গাদের চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

ভয়েস নিউজ ডেস্ক:
নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহ করা রিলিফের চাল মজুত করে কালোবাজারে বিক্রি করার অভিযোগে সন্দেহভাজন হিসেবে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার জামাল উদ্দিন গাজী (৪৫) জেলার সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত মো. নূর ইসলামের ছেলে এবং জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী।

রবিবার (৬ নভেম্বর) বেলা আড়াইটায় হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ভূমিহীন বাজার সংলগ্ন জনতা বাজার ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে রিলিফের চাল ট্রলারযোগে বিক্রি করার উদ্দেশ্যে সুবর্ণচরের চেয়ারম্যান ঘাটে নিয়ে আসা হয়। এরপর ট্রাকে লোড করার সময় স্থানীয়দের সন্দেহ হলে, চৌকিদার করিম চরজব্বর থানায় খবর দেয়।

খবর পেয়ে, পুলিশ তাৎক্ষণিক ট্রাক ও আলামতসহ পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তিদের হেফাজতে নেয়। ওই সময় রিলিফের চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগ ওঠে বিএনপি নেতা জামাল উদ্দিন গাজীর বিরুদ্ধে।

গত তিন বছরে এ বিএনপি নেতা রোহিঙ্গা পাচার ও রিলিফের চাল কালোবাজারে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তার বিরুদ্ধে গত ২০ অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে চরজব্বার থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং-৮।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ‌‘গ্রেফতার জামাল উদ্দিন গাজী একাধিক মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION