শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

এক গাভী জন্ম দিলো তিন বাছুর

ভয়েস নিউজ ডেস্ক:
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার এলাকায় একটি গাভী একই সাথে তিনটি ষাঁড় বাছুর জন্ম দিয়েছে। বর্তমানে গাভী ও তিনটি বাছুর সুস্থ রয়েছে। এমন ঘটনা অস্বাভাবিক না হলেও বিরল বলে উল্লেখ করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।

গরুর মালিক আব্দুল মান্নান বলেন, মঙ্গলবার বিকাল থেকেই গাভীটি অস্বাভাবিক আচরণ শুরু করে। ওই সময় তিনি বুঝতে পারেন ওর বাচ্চা দেওয়ার সময় হয়েছে। এ জন্য রাতে তিনি গোয়াল ঘরে অবস্থান নেন। রাত ১টার দিকে গাভীটি একটি বাচ্চা জন্ম দেয়। ওই বাচ্চাটিকে পরিষ্কার করার সময় আরও একটি বাচ্চার জন্ম হয়। পরপর দুটি বাচ্চা জন্ম দিয়ে গাভীটির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমি দ্বিতীয় বাচ্চাটি দেখে হতবাক হয়ে যাই। কী করবো ভেবে পাচ্ছিলাম না। কারণ ওই সময় গভীর রাত। পরিবারের সকলকে খবর দেই।

তিনি বলেন, ‘পরপর দুটি বাছুরে সবাই খুশি হলেও গাভীটির মরণাপন্ন অবস্থা দেখে কষ্ট লাগছিল। এরই মধ্যে তৃতীয় বাছুরটির জন্ম হয়। এরপর গাভীটি নড়াচড়া দিয়ে ওঠে, তিনটি বাচ্চাকেই পরিষ্কারের জন্য ব্যস্ত হয়ে পড়ে।’

পরিবারটিতে আনন্দের বন্যা বইছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ খবর ছড়িয়ে পড়লে বুধবার সকাল থেকেই গ্রামবাসী এসে বাচ্চাগুলো দেখছেন। তিনটি বাছুর এবং গাভী সুস্থ রয়েছে। তারা স্বাভাবিকভাবে খাবারও খাচ্ছে। তবে মনে হচ্ছে দুধ তেমন একটা দোয়ানো যাবে না। কারণ তিনটি বাছুরের খাবারের পর যা থাকবে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।’

মান্নান গোমস্তা আরও বলেন, উপজেলার নলচিড়া এলাকার অস্ট্রেলিয়ান জাতের ষাঁড় দিয়ে গাভীর প্রজনন করানো হয়। এরপর কোনও পশু চিকিৎসকের শরণাপন্ন হননি। তবে গাভীটি অন্তঃস্বত্ত্বা হয়েছে তা তিনি বুঝতে পেরেছিলেন। কিন্তু এভাবে আল্লাহ ৩টি বাছুর দিবেন তা তিনি কোনোভাবেই বোঝেননি। এর পূর্বে আরও তিনবার বাছুর দিয়েছে গাভীটি। প্রতিবার একটি করে বাছুর দেয়। এইবার নিয়ে চতুর্থবার বাছুর দিল।

গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ‘তিন বাছুর দেওয়ার ঘটনাটি জেনেছি। এটা অস্বাভাবিক না হলেও এমনটা বিষয়গুলো সচরাচর হয় না। একটি গাভী দুইটি বাছুর জন্ম দিয়েছে, এমন খবরই গত এক যুগেও পাইনি। আর তিনটি বাছুর একই সঙ্গে জন্ম দেওয়া, এটা একটা বিরল ঘটনা।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION