EDITOR
- ২৩ নভেম্বর, ২০২২ /

যৌবনের সেই স্বর্ণযুগ
তন্দ্রা সরকার
ভরা গাঙের উত্তাল ঢেউয়ের মতোই
যৌবনের উত্তাল সময়টা কেটেছে
উত্তর বঙ্গের এ মাথা থেকে ও মাথা
ভুরুঙ্গামারী থেকে তেতুলিয়া
পাটগ্রাম, পঞ্চগড়, বাংলা বন্দর
চিলমারীর বন্দর
দর্শনীয় স্থান স্বপ্নপুরী, ভিন্ন জগৎ
কান্তজী মন্দির, পায়রাবন্দ,
বীর মুক্তিযোদ্ধা তারামন বিবির বাড়ি,
সীমান্তের কাঁটাতারে
ফেলানীর ঝুলন্ত লাশ
সেখানেও গিয়েছি,
আরও কত কী।
বেসরকারি সংস্থার চাকরি
মোটর বাইকে দূর দূরান্তে
ছুটে বেড়িয়েছি সারাক্ষণ
কর্মঠ, ব্যস্ত, দক্ষ কর্মী,
কত গান, কবিতা, পত্রিকার অফিস
টাউন হলে সিনেমা দেখা
সবমিলে কীভাবে সময়গুলো
কেটে গেলো একপা একপা করে
বুকের ভেতর শাঁখের করাতে কেটে,
স্মৃতি রোমন্থন করি
যৌবনের সেই স্বর্ণযুগ
উথাল-পাথাল বেসামাল
স্বপ্নময়, রঙিন জীবন।
ভয়েস/আআ