সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পেকুয়ায় চেয়ারম্যান পদে চমক দেখাতে পারে নারী প্রার্থী রুমানা আক্তার, গণসংযোগে গণজোয়ার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১২ ঘন্টার মাথায় আরো এক রোহিঙ্গা খুন বাজিমাত করতে পারে জয়নাল, পিছিয়ে নেই হাবিবুল্লাহ, স্পিড বাড়ালালেই জয়ের বন্দরে কুদ্দুস চৌধুরী নাফনদী সীমান্ত দিয়ে বিজিপির আরও ৮৮জন সদস্য বাংলাদেশে আশ্রয় টেকনাফে টমটম চালক মোস্তাক মিয়া হত্যাকাণ্ডে জড়িত ৬ জন গ্রেফতার আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা আমলাদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয়, সরকারের আপাতত কোনো চিন্তা নেই ঘাটতি পূরণে প্রয়োজনে শুক্রবারেও ক্লাস নেয়া হবে:শিক্ষামন্ত্রী যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব মানবে না হামাস,কারণে গাজা যুদ্ধের অবসান ঘটাবে না ৪ দিনের রিমান্ডে মানবপাচার মামলায় মিল্টন সমাদ্দার

আরও ৩ দিন থাকতে পারে বৈরী আবহাওয়া

আবহাওয়া,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

চৈত্রের এই বৈরী আবহাওয়া আরও তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বলছে, এমন আবহাওয়ায় বাড়তে পারে ধানের পাতাপোড়া ও ব্লাস্ট রোগ।

আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, আগামী বুধবার পর্যন্ত আবহাওয়া এমন থাকবে। এ সময় দেশের কোথাও কোথাও বৃষ্টি হবে, মেঘলা থাকবে আবার বাতাস বইবে। বুধবারের পর তাপমাত্রা বাড়বে।

আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বেশি ছিল বলে জানিয়েছে অধিদপ্তর। এ সময় কিশোরগঞ্জের নিকলীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী এক সপ্তাহে এমন আবহাওয়া বিরাজমান থাকলে, ধানগাছের বর্তমান বৃদ্ধি পর্যায়ে পাতা ব্লাস্ট রোগ দেখা দিতে পারে। বৃষ্টির পর ব্যাকটেরিয়াজনিত পাতাপোড়া রোগ বাড়তে পারে। এ জন্য ঝড়-বৃষ্টির পর ধানে ইউরিয়া সার ব্যবহার করার কথা বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তেঁতুলিয়া ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION