বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামুতে র‌্যাবের অভিযানে মাটির নিচে মিলল ৫ অস্ত্র-গুলি বাংলাদেশের ধর্মীয় রাষ্ট্রীয় স্বাধীনতা, সকল ধর্ম, বর্ণ গোত্র’র সৌহার্দপূর্ণ নাগরিক এবং সামাজিক সম্প্রীতির অভিযাত্রা হোক সবার অঙ্গীকার চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা ও পুলিশের ওপর হামলা মামলায় ১২ জন রিমান্ডে বিজয় দিবসে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয় নাফনদীতে নৌযান চলাচলে সতর্ক করে মাইকিং ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করা হাইকোর্টের রায় স্থগিত আরাকান আর্মির দখলে বাংলাদেশ-মিয়ানমারের ২৭০ কিমি সীমান্ত হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার

কক্সবাজারে বর্ণিল শরৎ উৎসব ৪ অক্টোবর

প্রেস বিজ্ঞপ্তি:

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক চেতনার সংগঠণ সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার আয়োজনে আগামি ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শরৎ উৎসব। যে উৎসবে প্রগতিশীল সমাজ বির্নিমার্ণের চিন্তা-চেতনার মানুষদের মিলন মেলা ও প্রাণের বন্ধন ঘটবে।

কক্সবাজারেরর ঐতিহ্যবাহি পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে পালিত হবে এই শরৎ উৎসব। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও জেলা খেলাঘরের সহযোগিতায় আয়োজিত উৎসব আয়োজনের এক প্রস্তুতি সভা মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলাম, নাট্যজন তাপস রক্ষিত, নাট্যজন স্বপন ভট্টাচার্য, বিশ্বজিৎ পাল বিশু, সংস্কৃতিজন পরেশ কান্তি দে, কবি আসিফ নুর, জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম, সাধারণ মনির মোবারক, কবি সাংবাদিক নুপা আলম,, সাংবাদিক নেছার আহমদ, শ্রুতি আবৃত্তি অঙ্গনের সাধারণ সম্পাদক জুয়েল কুমার ধর, ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো: আবছার, সংস্কৃতিজন নুপূর বড়ুয়া,কক্সবাজার আর্ট ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজুল কবির, খেলাঘরিয়ান ওয়াহিদ মুরাদ সুমন, অন্তিক চক্রবর্তী, সায়ন্তন ভট্টাচার্য, রাহুল মহাজন সহ আরো অনেকে।

সভায় জেলার সকল শিল্পীদের সক্রিয় অংশগ্রহণে একটি জাঁকজমকপূর্ণ শরৎ উৎসব আয়োজনের পরিকল্পনা গৃহীত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION