রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দোয়া

ধর্ম ডেস্ক:

অনেকে ঘুমের মধ্যে ভয় পায়। কেউ কেউ রাতের বেলা একাকিত্বে ভোগে। নবী কারিম (সা.) এমন কষ্টদায়ক মুহূর্ত থেকে পরিত্রাণের জন্য একটি দোয়া শিখিয়েছেন। তা হলোÑ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন।

অর্থ : ‘আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাক্যগুলোর, যার মাধ্যমে তার ক্রোধ থেকে ও তার বান্দাদের ক্ষতি থেকে এবং শয়তানদের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে।’

এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আবদুল্লাহ বিন ওমর (রা.) বর্ণনা করেছেন, হজরত রাসুলুল্লাহ (সা.) সাহাবাদের ভয় থেকে মুক্তির জন্য উল্লিখিত দোয়াটি শিখিয়েছেন। -সুনানে তিরমিজি : ৩৫২৮

শত্রু থেকে সুরক্ষায় এই দোয়া পড়া

সব সময় আল্লাহর ওপর নির্ভর করা মুমিনের কর্তব্য। কারণ তিনিই মানুষকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পারেন। তাই হজরত রাসুলুল্লাহ (সা.) কারও অত্যাচারের আশঙ্কা করলে একটি দোয়া পড়তেন। তা হলো উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম।

অর্থ: হে আল্লাহ, আমরা আপনাকে তাদের গলদেশে রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।

হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আবু মুসা (রা.) বর্ণনা করেছেন, হজরত রাসুলুল্লাহ (সা.) যখন কোনো দলকে ভয় করতেন তখন তিনি উল্লিখিত দোয়াটি পড়তেন। -সুনানে আবু দাউদ: ১৫৩৭

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION