রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আপনার জিজ্ঞাসা

ধর্ম ডেস্ক:

প্রশ্ন : ক. ফরজের পর মোনাজাতের আগে বা মোনাজাত ছাড়া আয়তুল কুরসি, তাসবিহ ইত্যাদি পড়া যাবে?

খ. ফরজ নামাজের পর সাধারণত উচ্চস্বরে মোনাজাত করা হয়। তখন পেছনে মাসবুক ব্যক্তিরা ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করে। এ সময় কি উচ্চ স্বরে মোনাজাত করা যাবে? উচ্চ স্বরে মোনাজাতের হুকুম কী?

উত্তর : ক. যেসব নামাজের পর সুন্নত নেই- যেমন ফজর ও আসর- এ দুই নামাজের পর তাসবিহ, আয়তুল কুরসি বা অন্যান্য দোয়া-দরুদ মোনাজাতের আগে বা পরে যেকোনো সময় পড়া যাবে। আর যেসব নামাজের পর সুন্নত আছে অর্থাৎ জোহর, মাগরিব ও এশা- এসব ওয়াক্তে আয়তুল কুরসি ও তাসবিহ সুন্নতের পর পড়া উচিত। এসব ওয়াক্তে ফরজ আদায়ের পর বেশি অপেক্ষা না করে সুন্নতের জন্য দাঁড়িয়ে যাওয়া উত্তম। -সুনানে ইবনে মাজাহ : ৬৬

খ. মোনাজাত উচ্চ আওয়াজে বা নিম্ন আওয়াজে উভয় পদ্ধতিতেই করা জায়েজ। তবে উচ্চ আওয়াজের কারণে কোনো নামাজির নামাজে বিঘœ ঘটার আশঙ্কা হলে তখন উচ্চ আওয়াজে মোনাজাত করা জায়েজ নয়। সুতরাং পেছনে মাসবুক বা অন্য নামাজি থাকলে উঁচু আওয়াজে মোনাজাত করবে না। -সহিহ বোখারি : ১/১১৬

প্রশ্ন : কোনো মাসবুক যদি ইমামকে রুকুতে পায় অতঃপর মাসবুক ইমামের সঙ্গে মাত্র একবার রুকুর তাসবিহ পড়তে পেরেছে, দ্বিতীয় তাসবিহ শেষ করার আগেই ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন- তাহলে মাসবুকের নামাজের হুকুম কী?

উত্তর : ইমামকে স্বল্প সময়ের জন্য রুকুতে পেলেই রাকাত পেয়েছে বলে ধর্তব্য হয়। ইমামের সঙ্গে রুকুর তাসবিহ পড়া জরুরি নয়; তবে এক্ষেত্রে ইমামকে রুকু অবস্থায় পাওয়ার পর ইমাম উঠে গেলেও সে একবার তাসবিহ পড়ে উঠবে। কেননা রুকুতে এক তাসবিহ পরিমাণ বিলম্ব করা ওয়াজিব। সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি ওই রাকাত পেয়েছে এবং তার নামাজ সহিহভাবেই আদায় হয়েছে।

হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলতেন, যে ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পেয়ে ইমাম (রুকু থেকে) মাথা ওঠানোর আগে রুকুতে শামিল হল সে (ওই) রাকাত পেয়ে গেল। -ফাতাওয়া হিন্দিয়া : ১/১২০

প্রশ্ন : মাসবুক ব্যক্তি, যার এক রাকাত নামাজ ছুটে গিয়েছে সে ইমামের প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতু পড়বে নাকি পড়বে না?

উত্তর : হ্যাঁ, যে মাসবুকের এক রাকাত ছুটে গেছে তার জন্যও ইমামের অনুসরণে প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতু পড়া ওয়াজিব। হজরত ইবরাহিম নাখায়ি (রহ.)-কে জিজ্ঞাসা করা হলো, যার নামাজের কিছু অংশ ছুটে গেছে অর্থাৎ মাসবুক কি ইমামের প্রত্যেক বৈঠকে তাশাহহুদ পড়বে? উত্তরে তিনি বললেন, হ্যাঁ। -কিতাবুল আসার : ১/১৫১

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION