শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দুনিয়ার উপমা

ধর্ম ডেস্ক:
মানুষ পার্থিব সুখ-সমৃদ্ধির জন্য সীমাহীন কষ্ট করে। মাথার ঘাম পায়ে ফেলে। সকাল থেকে সন্ধ্যা অবধি খেয়ে না খেয়ে যান্ত্রিক মেশিনের মতো খেটে যায়। সারা দিনের কর্মব্যস্ততায় স্বস্তিতে একটু দম ফেলার ফুরসত পায় না। ভুলে যায় নামাজের মতো গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতের কথাও। দিন রাত চব্বিশ ঘণ্টা সময়ের মধ্যে সে একটু সময় বের করতে পারে না আল্লাহর জন্য। আল্লাহর বিধান পালনের জন্য। তার মস্তিষ্ক জুড়ে শুধু একটা চিন্তাই ঘুরপাক খেতে থাকে, কীভাবে সংসারে উন্নতি করা যায়। কীভাবে একটু বেশি উপার্জন করা যায়। এসব চিন্তায় একসময় সে আল্লাহকে ভুলে যায়। তার চিন্তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় দুনিয়া। অথচ সে জানে না আল্লাহর ইবাদতে মশগুল হলে আল্লাহ তাকে দান করবেন পার্থিব সুখ-সমৃদ্ধি। দূর করবেন দারিদ্র্য। অন্তরে ঢেলে দেবেন মানসিক প্রশান্তি। এর বিপরীত হলে আল্লাহ তার অন্তর পরিপূর্ণ করে দেবেন সব ধরনের পেরেশানি ও মানসিক অশান্তি দিয়ে। এক হাদিসে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মহা পবিত্র আল্লাহ বলেন, হে আদম সন্তান! আমার ইবাদতে মশগুল হও। আমি তোমার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করব এবং তোমার দারিদ্র্য দূর করবে। তুমি যদি তা না করো, তাহলে আমি তোমার অন্তর পেরেশানি দিয়ে পূর্ণ করব এবং তোমার দারিদ্র্য দূর করব না। -সুনানে ইবনে মাজাহ : ৪১০৭

আরও ইরশাদ হয়েছে, হজরত আবদুল্লাহ বিন মাসঊদ (রা.) থেকে বর্ণিত, নবী কারিম (সা.) বলেন, যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত, তার পার্থিব চিন্তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় মোহগ্রস্ত থাকে তার যেকোনো উপত্যকায় বা প্রান্তরে ধ্বংস হয়ে যাওয়াতে আল্লাহর কোনো পরোয়া নাই। -সুনানে ইবনে মাজাহ : ৪১০৬

পরকালীন সুখ-সমৃদ্ধির তুলনায় দুনিয়ার ভোগবিলাস অতি নগণ্য এবং তুচ্ছ। আখিরাতের তুলনায় দুনিয়া কেমন তার একটি দৃষ্টান্ত হাদিসে বর্ণিত হয়েছে। বনু ফিহরের সদস্য হজতর মুসতাওরিদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হজরত রাসুলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি; আখিরাতের তুলনায় দুনিয়া হলো এতটুকু, যেমন তোমাদের কেউ তার একটি আঙুল সমুদ্রের পানিতে ডুবিয়ে তা তুলে আনল। সে লক্ষ্য করুক তার আঙুল কতটুকু পানি নিয়ে ফিরেছে। -সুনানে ইবনে মাজাহ : ৪১০৮

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION