শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আগামি নির্বাচন হবে শান্তিপূর্ণ ও স্বচ্ছ : প্রধান উপদেষ্টা দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদে আরাফাত চৌধুরীর তীব্র প্রতিবাদ টেকনাফে ডাকাত দলের অস্ত্রসহ গ্রেপ্তার ১১ চকরিয়ায় ব্রিজ এলাকায় নবজাতকের লাশ উদ্ধার জুলাই সনদ ৪ উপায়ে বাস্তবায়নের প্রস্তাব বিশেষজ্ঞদের: আলী রীয়াজ ইউরোপীয় কমিশনের প্রস্তাব ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের আফগানিস্তানকে হারিয়ে আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ অভিনয় ছাড়ার পর তামিম মৃধা রিজিক নিয়ে যা বললেন টেকনাফে বসতঘর থেকে ৫ কোটি টাকার ইয়াবা নিয়ে রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার ৩ চকরিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান নবী হোছাইন গ্রেপ্তার

আনুষ্ঠানিকভাবে মহেশখালী উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মিনুয়ারা ছৈয়দ

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন- উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ মিনুয়ারা ছৈয়দ।

তিনি গত ৩ ডিসেম্বর রবিবার সকালে মহেশখালী উপজেলা পরিষদ ভবনে (কার্যালয়ে) এসে আনুষ্ঠানিক ভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

এসময়- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার সহ সংশ্লিষ্ট উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীগন তাকে ফুল দিয়ে স্বাগত জানান। দায়িত্ব গ্রহণ কালে তার কার্যালয়ে-পেশাজীবি, জনপ্রতিনিধি, সাংবাদিক, শুভাকাঙ্ক্ষীদের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন এবং তাকে শুভেচ্ছা জানান। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন।

উল্লেখ্য যে, মহেশখালী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ শরীফ বাদশা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৫ নং,কক্সবাজার০২ মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য প্রার্থী হওয়ার পূর্বে, উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে জেলা প্রশাসক বরাবরে পদত্যাগ পত্র জমা দেন। তার পদত্যাগ পত্রটি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগ।

মহেশখালী উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন ) বিধিমালা, ২০১০ এর ১৫ (৩) ধারা অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত উপজেলা প্যানেল চেয়ারম্যান -০১ মিনুয়ারা বেগমকে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব সহ আর্থিক ক্ষমতা প্রদান করেন স্থানীয় সরকার বিভাগ। গত ২২ নভেম্বর উক্ত বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমনটি আদেশ প্রদান করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION