মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের আফিমসহ আটক-১

সাজন বড়ুয়া সাজু:

বান্দরবানের লামা উপজেলায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক আফিমসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।

এসময় হ্লামং মারমা (৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা ছোটপাড়া এলাকার মংসাউ মারমার ছেলে।

রোববার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় সিপিএসসি র‌্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, তাদের কাছে গোপন খবর আসে লামা ইয়াংছা ছোটপাড়া এলাকায় এক ব্যাক্তির বসতঘরে বিপুল পরিমাণ মাদক আফিম বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। সে তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১১টার সময় র‌্যাব-১৫ এর সিপিএসসির এক আভিযানিক দল অভিযান পরিচালনা করে।এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারী হ্লামং মারমাকে আটক করতে সক্ষম হয়। পরে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞেসাবাদের আফিম মজুদের কথা স্বীকার করে। এবং তার দেখানো তথ্যে বসতবাড়ির খাটের নিচ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম মাদক আফিম উদ্ধার করে।যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লক্ষ টাকা।

হ্লামং মারমা একজন চিহ্নিত মাদককারবারী। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক কৌশলে দেশের বিভিন্ন প্রান্তে আফিম পৌঁছে দেয়।

র‌্যাব আরও জানান ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত মোট ১৪ কেজি ৮৪৫ গ্রাম মাদক আফিম উদ্ধার করেছে।এছাড়া আটক ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION