শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রমজানে আল আকসায় নামাজ পড়া নিয়ে যা জানাল ইসরায়েল

ধর্ম ডেস্ক:
প্রতি বছরের মতো চলতি বছরও পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে মুসলিমরা আল-আকসা মসজিদে নামাজ পড়তে পারবেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটি। বার্তাসংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

বিবৃতিতে বলা হয়, ‘”রমজানের প্রথম সপ্তাহে, মুসলিম উপাসকদের আগের বছরের মতই একই সংখ্যায় আল আকসায় প্রবেশের অনুমতি দেওয়া হবে’।

তবে প্রতি সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

ওমরাহ পালন ছাড়া কাবা প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞাওমরাহ পালন ছাড়া কাবা প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা
প্রতি বছর পবিত্র রমজান মাসে হাজার হাজার মুসলিম আল-আকসায় নামাজ আদায় করেন। তবে গত বছর অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের যুদ্ধের কারণে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এমনকি ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সম্প্রতি দাবি করেন, পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের জেরুজালেমে প্রবেশ করতে দেওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।

তবে সম্প্রতি রোজার মাসে মুসলিমদের আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেছিলেন, পশ্চিম তীরে উত্তেজনা বাড়ানোটা ইসরায়েলের নিজের নিরাপত্তার জন্যই ক্ষতিকর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION