বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের একটি পুকুরে ডুবে ০১(এক) শিশুর মৃত্যু হয়েছে।
রোববার ২৮ এপ্রিল বিকাল সাড়ে ৪ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাকঢালা এলাকার অলি বকসুর মাঠ নামক এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে মৃত্যুবরণ করে ওই শিশু। পরবর্তীতে পরিবার ও স্থানীয় লোকজন পুকুর থেকে শিশুকে উদ্ধার করে সন্ধ্যার সময় নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।পানিতে পড়ে মৃত্যুবরন কারী শিশুর নাম মোঃ শাহেদ (০৩) পিতা- নাজির হোছন ওই শিশু কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফাক্রিকাটা গ্রামের বাসিন্দা।
নিহতের লাশ তার ফাক্রিকাটাস্থ বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
ভয়েস/জেইউ।