শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

হজের লাগেজ এবং কিছু দরকারি পরামর্শ

ধর্ম ডেস্ক:

বৃহস্পতিবার ( ৯ মে) থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট । এ বছর মোট হজযাত্রীর মধ্যে ৮০ হাজার ৮৩৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন বাকি চার হাজার ৪১৯ জন। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ১৬ জুন।

হজযাত্রীরা হজ করার সময় লাগেজ ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত এ বিষয়ে আগ্রহ থাকে। কারণ হজের সফর প্রায় ৪০ দিন দীর্ঘ হয়। তাই হজযাত্রীরা সঙ্গে কী রাখতে পারবেন এ বিষয়ে নির্দেশনা দিয়েছে হজ মন্ত্রণালয়।

হজ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, হজযাত্রীদের ন্যূনতম লাগেজ হবে দুইটা। একটি বড় লাগেজ যা বিমানে বুকিংএ দেওয়া হয়, অন্যটি হাতব্যাগে। বিমানে হাতে ৭ কেজি ব্যাগ বহন করা যায়।

রোড টু মক্কার অধীনে লাগেজগুলো ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি মক্কা বা মদিনার বাসায় পৌঁছে যায়। নানাবিধ কারণে কারও কারও লাগেজ ব্যাগ হারিয়ে যায়। যদিও দেশে ফেরার আগে লাগেজ ফেরত পাওয়া যায়। ফলে ওই কয়দিন হজযাত্রীর অসুবিধা হয়।

হজযাত্রী সৌদি আরবে পৌঁছে বিড়ম্বনায় পরলেও যাতে পরিস্থিতি মোকাবিলা করা যায় সে ক্ষেত্রে কিছু পরামর্শ দেওয়া হল:
• হজের সফরে প্রয়োজনীয় জিনিসগুলোকে দুই লাগেজে (বড় লাগেজ ও হাত ব্যাগে) ভাগ করে নিতে হবে।
• ৫০ দিনের সফরে ধরা যাক, ১০ সেট কাপড় নেবেন। এর থেকে ৪ সেট কাপড় হাত ব্যাগে নিতে পারেন। বাকি ৬ সেট বড় লাগেজে থাকবে।
• ৫০ দিনের ওষুধগুলো দুটি ভাগে ভাগ করুন। ২০ দিনের ওষুধ থাকবে হাত ব্যাগে বাকি ৩০ দিনের ওষুধ বড় লাগেজে নেবেন।
• মক্কা মদিনায় শুষ্কতার কারণে হাত, পা, ত্বক ফেটে যায়। ভেসলিন বা পা মোজা ব্যবহার করতে পারেন। ভেসলিন সৌদি আরবে কাছের দোকানে কিনতে পাওয়া যায়।
• পেস্ট , ব্রাশ, মোবাইল চার্জার, একসেট ইহরাম কাপড় হাত ব্যাগে নিতে পারেন।
• সৌদি আরবের তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে । সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ও কম থাকে হজযাত্রীদের বেশ কিছু অসুবিধে দেখা যায়। এ বিষয়ে সতর্কতা থাকতে হবে।
• দিনের বেলা রোদ থেকে বাঁচতে ছোট ছাতা ব্যবহার করতে পারেন।
• অপরিচিত কারও মালামাল নিজের ব্যাগে রাখবেন না।
• ভিসার কপি, পাসপোর্ট, টাকা পয়সা, বিমান টিকেট, হজের বই, অন্য কাগজ হাত ব্যাগে নেবেন।
• দেশে ফেরার সময় প্রত্যেক হজযাত্রী ২টি লাগেজে ২৩ কেজি করে ৪৬ কেজি মালামাল এবং কেবিন ব্যাগেজে হাতে ৭ কেজি বিমানে আনতে পারবেন।
• প্রত্যেক হাজি ৫ লিটার জমজমের পানি পাবেন।
• যেকোনো ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব নির্মিত দাঁত খিলন, তাবিজ ও গ্যাস জাতীয় বস্তু যেমন অ্যারোসল এবং ১০০ (এম এল)-এর বেশি তরল পদার্থ হাত ব্যাগেজে বহন করা যাবে না।
• ছুরি, কাঁচি ধারালো কিছু হাত ব্যাগে নেবেন না।
• কোনো প্রকার খাদ্যসামগ্রী সঙ্গে নেওয়া যাবে না।
• লাগেজ স্যুটকেস অথবা ট্রলিব্যাগ (৬৫ x ৪৫ x ২৫ সেমি ) হতে হবে। কোনো অবস্থায় গোলাকৃতি, দড়িবাঁধা ব্যাগ ইত্যাদি বিভিন্ন আকৃতির ব্যাগেজ গ্রহণযোগ্য হবে না।
• সৌদি আরব বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকা থেকেই সম্পন্ন করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION