বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসা উগান্ডার জন্য ১৮৪ রানের লক্ষ্যটা যেন হয়ে উঠলো বিশাল। রান তাড়া করতে নেমে ফজল হক ফারুকির করা প্রথম ওভারেই জোড়া উইকেট হারায় উগান্ডা। দলীয় ১৮ রানে তারা হারায় ৫ উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আফ্রিকা অঞ্চলের দেশটি।
১৬ ওভারে ৫৮ রানে অলআউট হয়েছে উগান্ডা। তাতে ১২৫ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান। উগান্ডার মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেছে।
ফারুকি ৪ ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। যা তার ক্যারিয়ারসেরা বোলিং। ম্যাচে দুইবার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন ফারুকি।
ভয়েস/আআ