বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ (এশিয়ান হকি ফেডারশেন) কাপে বাংলাদেশের মেয়েরা টানা দ্বিতীয় জয় পেয়েছে। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারানোর পর আজ হংকং চায়না বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়দের এই টুর্নামেন্টে বাংলাদেশ শুরুতে পিছিয়ে পড়ে। ম্যাচের ১৩ মিনিটে হংকং চায়না এগিয়ে যায়। আক্রমণ থেকে অং হুই ইয়াও গোল করে দলকে এগিয়ে নেন।
আইরিন আক্তার রিয়া ২৯ মিনিটে আক্রমণ থেকে বাংলাদেশকে সমতায় ফেরান। ৫২ মিনিটে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। কনা আক্তার ব্যবধান ২-১ করেন। ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে আনন্দে টার্ফ ছাড়ে লাল সবুজ দল। যে দলে চার জন ছাড়া বাকি সবাই বিকেএসপির।
১৮ জুন বাংলাদেশ তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
ভয়েস/আআ