শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে বৃষ্টির পানিতে ভেসে উঠল মাটি চাপা দেওয়া যুবকের মরদেহ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে লবণ মাঠে ‘মাটি চাপা দেওয়া’ এক যুবকের মরদেহ বৃষ্টির পানিতে ভেসে উঠেছে; পরে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত পরিচয়ের মৃতদেহটি উদ্ধার করেছে।

সোমবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বুচিংগ্যা পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।

নিহতের আনুমানিক বয়স ৩০ বছর বলে তথ্য দিলেও তার নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীদের ধারণার তথ্য দিয়ে পুলিশ জানিয়েছে, নিহত যুবককে হত্যার পর মাটি চাপা দেওয়া হয়। কিন্তু গত তিনদিনের মুষলধারে বৃষ্টিতে মাটি সরে গিয়ে মরদেহটি ভেসে উঠে

মুহাম্মদ ওসমান গনি বলেন, সোমবার দুপুরে লবণের মাঠে আধা মাটি চাপা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে।

“ উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে কালো রঙের প্যান্ট ও শার্ট রয়েছে। তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। “

ওসি বলেন, “ পুলিশের প্রাথমিক ধারণা, তাকে হত্যার পর মরদেহ মাটির চাপা দেয় দুর্বৃত্তরা। পরে টানা কয়েকদিনের বৃষ্টিতে মাটি সরে গিয়ে মৃতদেহটি ভেসে উঠে। “

পুলিশ নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে বলে জানান ওসমান গনি।

তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION