শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক,মহেশখালী:
মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন চেয়ারম্যান যুবলীগ নেতা শেখ কামাল মহেশখালী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
মহেশখালী থানা সূত্র জানান, ১১ ফেব্রুয়ারী মহেশখালী থানা পুলিশের অভিযানে কুকুবজোমের নিজ বাড়ি থেকে সন্ধ্যা ৬ টার সময় তাকে গ্রেফতার করে পুলিশ।
মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) কায়ছার হামিদ গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন- তার নেতৃত্বে মহেশখালী থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলা রয়েছে,(মামলা নং কক্সবাজার সদর থানা-১৫/ ২৪).। এবং আর কি কি মামলা আছে তা খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
সূত্র জানান -কক্সবাজার সদর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা হওয়ার পর তিনি অনেকটা আত্মগোপনে চলে যায়। পুলিশ বিশেষ সূত্র ব্যবহার করে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধ বন আইনেও মামলাও রয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, যুবলীগ নেতা শেখ কামালের বিরুদ্ধে চেয়ারম্যান থাকা অবস্থায় স্থানীয় এমপি আশেকে উল্লাহ রফিকের আশকারায় ব্যাপক ক্ষমতার অপব্যবহার করে বন নিধন, চিংড়িঘের দখলের অভিযোগ রয়েছে। এছাড়া আওয়ামী ক্ষমতা ব্যবহার করে বিএনপি জামায়াত কর্মীদের নির্যাতন করার নজির পাওয়া যায়।