বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সদরের লিংকরোডে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই ৫ আগস্ট : স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু নির্বাচন: নির্বাচন ঘিরে আন্দোলনপ্রসূত ছাত্রনেতাদের নাম আলোচনায় মহেশখালীতে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কক্সবাজারের র‌্যাবের অভিযান: দেশি-বিদেশি অস্ত্র গ্রেনেড মাইন সহ রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত গ্রেফতার পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে সমুদ্রসৈকতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চকরিয়ায় বৃদ্ধ গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা জুলাই মাসের ২৭ দিনে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এলো ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র জারি করতে হবে: নাহিদ ইসলাম নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

পরিচয় গোপন করে পার্সপোর্ট করতে গিয়ে ৩ রোহিঙ্গা ও ২ দালাল আটক

ভয়েস নিউজ ডেস্ক:

ফরিদপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে পাসপোর্ট করতে এসে স্বামী-স্ত্রী ও তাদের জামাতাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে আটক করা হয়েছে স্থানীয় দুই দালালকেও।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় ফরিদপুর শহরের কমলাপুর চাঁদমারির পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন—আব্দুল ছোবহান (৬০), তার স্ত্রী হাসিনা বেগম (৫৭) এবং তাদের জামাতা তৈয়বুর (২৯)। আটক দালালরা হলেন—কমলাপুর এলাকার রাশেদ খান (২৮) ও সিয়াম আহম্মেদ (২৭)।

আটকদের কাছ থেকে উদ্ধার হওয়া এনআইডি দুটি কক্সবাজার পৌর এলাকার ঠিকানায় ইস্যু করা হলেও সেগুলো ভুয়া বলে নিশ্চিত করেছে পুলিশ।

ভুক্তভোগী তৈয়বুর জানান, ৫০ হাজার টাকার বিনিময়ে তার শ্বশুর-শাশুড়ির পাসপোর্ট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দালালরা তাদের ফরিদপুরে নিয়ে আসে। কিন্তু পরে আরও দেড় লাখ টাকা দাবি করে মারধর করে। তিনি দৌড়ে পাসপোর্ট অফিসে আশ্রয় নিলে আনসার সদস্যরা তাদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।

ফরিদপুর পাসপোর্ট অফিসের উপপরিচালক নাইমুজ্জামান বলেন, আনসার সদস্যরা ঘটনার পর রোহিঙ্গা ও দালালদের পুলিশে সোপর্দ করেছেন।

কোতোয়ালি থানার এসআই আহাদুজ্জামান জানান, ভুয়া তথ্য দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION