সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সীমান্তে দুই মাসে ৮৮ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৪১২ টাকা মূল্যের মাদক উদ্ধার 

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার ভয়েস:
কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গত দুই মাসে ৮৮ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৪১২ টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। একই সাথে ২২ লক্ষ ৩৭ হাজার ১২০ টাকা মূল্যের আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের মিয়ানমারের গরু ও ৬ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৫৮৭ টাকা মুল্যের অন্যান্য চোরাচালান জব্দ করা হয়েছে। এসময় জড়িত থাকার অভিযোগে ১৮৮ জন আসামীকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের উর্মি বিজিবি গেস্ট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান- কক্সবাজার ও বান্দরবানের মিয়ানমার সীমান্ত পাহারায় বিজিবির সদস্যরা সবসময় তৎপর ও সতকবস্তায় রয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টম্বর পযন্ত বিভিন্ন অভিযান চালিয়ে ২৮ লাখ ২০৯ পিস ইয়াবা, ৮১৬ কেজি ক্রিস্টাল মেথ, ১৬৮ ক্যান বিয়ার, ৩৬৫.৭৫ লিটার বাংলা মদ, ২ হাজার ৪২৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
একইভাবে ৬টি দেশীয় এক নলা বন্দুক, ১টি দুই নালা বন্দুক, ১টি বিদেশী রিভলবার, ১টি বিদেশী অস্ত্র (UZI), ১টি গাদা বন্দুক (লং ব্যারেল), ৩টি এলজি গান, ১টি ওয়ান শুটার পিস্তল, ২টি, বিদেশী পিস্তল, ১টি, একে ৪৭, ১টি এসএলআর, ২টি জি-৩ রাইফেল, ১টি MA-১ (MK-2), ১টি LM-১৬, ৪টি, আর্জেস হ্যান্ড গ্রেনেড, ১১৯টি গুলি, ৩ রাউন্ড, বন্দুকের ছড়া গুলি, ৫ রাউন্ড ৯ মিঃমিঃ পিস্তলের গুলি, ১৯ রাউন্ড জি-৩ রাইফেলের গুলি, ১৯৯ রাউন্ড জি-৩ গুলি, ১২০  রাউন্ড MA-১ গুলি, ১৮৮ রাউন্ড LM-১৬ গুলি, ১১টি খালি ম্যাগাজিন, ৬টি খালি খোসা, একইভাবে ২২৬টি বার্মিজ গরু যার সিজার মূল্য ৩ কোটি ৭৮ লক্ষ ৪০হাজার টাকা এবং ৬কোটি ৭২ লক্ষ ৫৯ হাজার ৫২৭ টাকা মূল্যের অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করা হয়। এসব চোরাচালান জব্দে ১৪৭ টি অপারেশন পরিচালনা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের উর্ধ্বতন অফিসার, কক্সবাজার জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION