বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপির সমাবেশ: প্রস্তুত মঞ্চ, বদলে গেছে পোস্টারের ভাষা

ভয়েস নিউজ ডেস্ক:

আজ বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশ উপলক্ষে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। দলে দলে আসছেন দলীয় নেতাকর্মীরা। সাঁটানো হয়েছে নতুন পোস্টার। বদলে গেছে পোস্টারের ভাষাও। এতদিন যেখানে দলের নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়েছে, আজ আর তা নেই। নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন সদ্য বিদায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরেজমিনে ঘুরে দেখা যায় এই চিত্র।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। এসময় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নেতাকর্মীদের উপস্থিতি। এদিকে সকাল পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় নেতাকর্মীরা তাকে স্লোগান দিয়ে স্বাগত জানান।

নয়া পল্টন এলাকায় দেখা যায়, সমাবেশ উপলক্ষে রাস্তায় নতুন পোস্টার লাগানো হয়েছে। খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ উল্লেখ করে টানানো হয়েছে নতুন পোস্টার।

একটি পুরনো পোস্টার দেখিয়ে বিএনপির এক কর্মী বলেন, এখন আর এই পোস্টারের কোনও দরকার নেই। কী যে আনন্দ লাগছে, তা বোঝানো যাবে না।

কথা হয় দলের আরেক কর্মী আবির হোসেনের সঙ্গে। তিনি বলেন, আজকে আমাদের আনন্দের দিন। আজকে মুক্তভাবে আমরা সমাবেশ করতে পারবো। কোনও পুলিশ নাই, কোনও বাধা নেই।

আরেক কর্মী মো. হাসান বলেন, আমার বাড়ি বরিশাল। আমি গত বছরের ২৮ অক্টোবর থেকে ঢাকায় এসে থাকছি। দলের সব অনুষ্ঠানে অংশ নিয়েছি। অনেক কষ্ট আমাদের সহ্য করতে হয়েছে। আজকে আর কোনও ঝামেলায় পড়তে হবে না।

এ সময় মঞ্চ থেকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য দেশের ছাত্রসমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, আজ দুপুর ২টা থেকে শুরু হবে বিএনপির এই সমাবেশ। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীর। আর সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION