শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে করোনা শনাক্ত ৭৯০ জনের, মৃত্যু ৪

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৯০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন। বুধবার (২১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার ৫৬১ জন এবং উপজেলায় ২২৯ জন।সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে জানান, কক্সবাজার মেডিক্যাল কলেজে ল্যাব সহ চট্টগ্রামের ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। চবি ল্যাবে ১৯৩টি নমুনা পরীক্ষা করে ৮৬ জন, বিআইটিআইডি ল্যাবে ১১২০টি নমুনা পরীক্ষায় ১৩৪ জন, চমেক ল্যাবে ২৬৫টি নমুনা পরীক্ষা করে ১০৩ জন, সিভাসু ল্যাবে ২৪৩টি নমুনার মধ্যে ১০৫ জন, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষা করে ২ জন, ১৫১টি অ্যান্টিজেন টেস্টে ৬৫ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৪৪০টি নমুনার মধ্যে ৬৭ জন, শেভরন ল্যাবে ৬৮৩টি নমুনার মধ্যে ১০৯ জন, আরটিআরএল ল্যাবে ২৫টি নমুনার মধ্যে ১৪ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪২টি নমুনার মধ্যে ২০ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষা করে ৮৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

এদিন মা ও শিশু হাসপাতালে কোনও নমুনা পরীক্ষা করা হয়নি। মৃত্যুবরণকারী ৪ জনের মধ্যে নগরের ৩ জন এবং উপজেলার ১ জন। এ পর্যন্ত করোনায় ৮৬০ জনের মৃত্যু হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION