মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২০ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
চকরিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্ম সচিবের গাড়ি চাপায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এসময় আহত চালকসহ ৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার (২১ মে) বিকেল ৩টায় হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ৭৫ বছরে বয়সী মনির আহমদের বাড়ি সাতকানীয় উপজেলার ৬ নম্বর ওয়ার্ডে। তিনি চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকার বরকত মিয়ার হ্যাচারির ব্যবস্থাপক ছিলেন।
তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক আজহারুল বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের একটি গাড়ি হারবাং লালব্রিজ এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মনিরকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় গুরুতর আহত মনির ও গাড়ির চালকসহ আরও চারজনকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে মনির মারা যান।’
তিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের পরিবারের সদস্যরা আসলে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
ভয়েস/আআ