শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনা: তিন জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯

করোনায় মাস্ক ব্যবহার সুরক্ষা দেয়

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৩৪৯ জন। গতকাল শনাক্ত ছিল ৩৫৫ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ২৮৮ জন এবং শনাক্ত ২০ লাখ ৪ হাজার ৮৯২ জন।

শনিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১১৮ নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ৭৬৩ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৪১ হাজার ৫৪২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ১১৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ২৫৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ২ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৬ দশমিক ৬৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৩ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৮৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ২ জন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে ২ জন চট্টগ্রামে ও ১ জন সিলেটে অবস্থান করছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION