সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়াস্থ প্রবাসী ঐক্য পরিষদের নির্বাচনে শাহ আলম , মোকাদ্দেস ও এমডি হাসেম নির্বাচিত

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার (১৮জুন) সকালে অনলাইনের মাধ্যমে ভোট কার্যক্রম শুরু হয়।

মোট ২৩টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করেন। ৪৭জন ভোটার নির্বাচনে অনলাইনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতা নির্বাচিত করেছেন।

বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহ আলম (সৌদি প্রবাসী)। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন বায়তুল মোকাদ্দেস (মালয়েশিয়া)। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে, মোহাম্মদ রেজাউল করিম, জি এম কাদের, জয়নাল আবেদীন, ইউসুফ আকবর ও এইচ এম রিয়াজ।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহিনুল কবির আপেল, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দীন মণি, অর্থ সম্পাদক মোহাম্মদ তানভীর, সহ -অর্থ সম্পাদক নাজিম উদ্দীন। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাশেম, সহ- সাংগঠনিক সম্পাদক শওকত হোসাইন।

শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক তাহসিন হামিদ ইয়াসিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম ছরওয়ার উদ্দীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আবুল কাশেম মান্নান, সহ-প্রচার সম্পাদক-মুহাম্মদ রিদওয়ানুল ইসলাম হৃদয়, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল হালিম, সহ- সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এস এম কফিল উদ্দীন রানা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আপেল কান্তি সুশীল, দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ওমর সিদ্দিক, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ রাসেল, মৎস্য বিষয়ক সম্পাদক পদে শফিউল আলম বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের সহকারি অধ্যাপক ডঃ জাকির হাওলাদার, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের সহকারি অধ্যাপক এস.এম তৌহিদুল ইসলাম ও পেকুয়া উপসহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ শামসুদ্দিন। নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. জাকির হাওলাদার। নির্বাচন কমিশনকে সার্বক্ষণিক সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্টা মোঃ বেলাল উদ্দীন, আজিজুল হক, মোহাম্মদ মোস্তফা ও ইসমাইল খান।

এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন উপদেষ্টামন্ডলীর নেতৃবৃন্দরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION