শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সীমান্তে বিজিবি-বিজিপির যৌথ টহল শিগগিরই

ভয়েস নিউজ ডেস্ক:
বিজিবি মহাপরিচালক বলেন, এ ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসন, মাদক চোরাচালান, বিচ্ছিন্নতাবাদী উগ্রবাদী সন্ত্রাসীদের প্রতিরোধ ও সীমান্তে উত্তেজনা কমাতেও ফলপ্রসূ আলোচনা হয়েছে সম্মেলনে। সীমান্তে নিরাপত্তা জোরদারে শিগগিরই যৌথ টহল শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।

যেকোনো সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) এই টহল কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ।

মঙ্গলবার দুপুরে বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে তিনি আরও বলেন, মিয়ানমারের রাজধানী নেপিডোতে অনুষ্ঠিত চার দিনের অষ্টম সীমান্ত সম্মেলনে বিজিবি ও বিজিপি এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজিবি মহাপরিচালক বলেন, এ ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসন, মাদক চোরাচালান, বিচ্ছিন্নতাবাদী উগ্রবাদী সন্ত্রাসীদের প্রতিরোধ ও সীমান্তে উত্তেজনা কমাতেও ফলপ্রসূ আলোচনা হয়েছে সম্মেলনে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION