রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

“ভোটের দিন সকালে যাবে ব্যালট পেপার”

ভয়েস নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, ‘নভেম্বর প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে, জানুয়ারিতে ভোট। জানুয়ারির ২৯ তারিখের মধ্যে নির্বাচন করতে হবে। ভোটের দিন সকালে যাবে ব্যালট পেপার।’

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের শ্রীপুরে ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

ইসি আনিছুর রহমান বলেন, ‘এবার সংসদ নির্বাচনে ভোটের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে যাবে। গত এক বছর সাত মাসে হাজার খানেক নির্বাচন করেছি। সিসি ক্যামেরা ছিল। সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা নাও থাকতে পারে। তবে নির্বাচন ব্যবস্থাপনায় অ্যাপস তৈরি হচ্ছে। অ্যাপসে ভোট কাস্টিং ঘণ্টায় ঘণ্টায় জানা যাবে।’

তিনি বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচনে রাজনৈতিক দলের আগ্রহ থাকতে হবে। জোর করে কাউকে নির্বাচনে অংশগ্রহণ করানো যাবে না। কেউ নির্বাচনে না এলে সেই দায়িত্ব আমাদের না। তবে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাই।’

নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর বলেন, ‘আপনারা জেনে নিন, স্মার্ট কার্ড সামগ্রিক কাজে ব্যবহার করা যাবে। তবে যারা স্মার্ট কার্ড পাননি, তাদেরকে আশ্বস্ত করছি, অবশ্য কার্ড পাবেন।’

প্রকল্প পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন, ‘স্মার্ট কার্ড মাদার ডকুমেন্ট। দেশে ৩৮৫ উপজেলায় সাত কোটি ৬০ মানুষকে দেওয়া হয়েছে।’

জেলা নির্বাচন কমিশনার কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, ‘চলতি বছরের জুলাই নাগাদ উপজেলায় মোট ভোটার তিন লাখ ৯০ হাজার ৭১১ জন। মোট ভোটারের দুই লাখ ৮৫ হাজার স্মার্ট কার্ড বিতরণ হবে। কিছু ভোটার আপাতত তথ্য সংক্রান্ত জটিলতায় কার্ড পাবে না। কারণ এখনও প্রিন্ট হয়নি।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION