শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টুয়াক এর নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

ভয়েস প্রতিবেদক:

ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) রাতে শহরের অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে দশম কার্যকরী পরিষদে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মনসুর।

শপথ গ্রহণকারীরা হলেন, সভাপতি তোফায়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি এম এম সাদেক লাবু, সহ-সভাপতি একে এম মুনিবুর রহমান (টিটু), কামাল হোসেন খোকন, সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা পল্লব, যুগ্ম সম্পাদক আল আমিন বিশ্বাস (তুষার), এসএ কাজল, মুহাম্মদ ফাহাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম রনি, দপ্তর সম্পাদক শহিদুল্লাহ নাঈম, পর্যটন ও পার্বত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার, আন্তর্জাতিক ও সমাজ কল্যাণ সম্পাদক এস.এম শাহ আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, আইসিটি ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ ইউছুপ খাঁন, কার্যকরী সদস্য মোহাম্মদ সুলতান সাঈফ, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ হেলাল উদ্দিন সাগর।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আনোয়ার কামাল।

স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডার চেয়ারম্যান এম এ হাসিব বাদল।

শপথ গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

তিনি বলেন, কক্সবাজারের পর্যটন বিকাশের জন্য প্রধানমন্ত্রীর যথেষ্ট সদিচ্ছা রয়েছে। তাই তিনি বারবার কক্সবাজারকে নিয়ে ভাবেন। সভা সমাবেশে কক্সবাজারের কথা বলেন।

কক্সবাজার বেড়াতে বীচে নামার মধ্য দিয়ে কক্সবাজারকে ব্র্যান্ডিং করেছেন। পর্যটন অ্যাম্বাসেডরের ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাইছারুল হক জুয়েল, টুয়াবের সভাপতি শিবলুল আজম কোরাইশি, কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম।

যুগ্ম সাধারণ সম্পাদক এস.এ কাজলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী কমিটির প্রধান উপদেষ্টা মুফিজুর রহমান মুফিজ।

অনুষ্ঠানে দশম কার্যকরী পরিষদ নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনার কামরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে টুয়াকের সভাপতি তোফায়েল আহমেদ সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতে নিবন্ধনের শর্ত বাতিলের দাবি তোলেন।

তিনি বলেন, এত বিধিনিষেধের মতো এখনো কক্সবাজারের পর্যটন শিল্প গড়ে ওঠেন। আইনের আরো শীতলতা দরকার। পর্যটক টানতে না পারলে কক্সবাজারের অসংখ্য মানুষ বেকার হয়ে পড়বে। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি।

সেন্টমার্টিনের পাশাপাশি পর্যটকদের মহেশখালী ও কুতুবদিয়ামুখী করতে বাঁকখালী নদীর ড্রেজিংয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন টুয়াকের সভাপতি তোফায়েল আহমেদ।

এ জন্য স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION