রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে মহেশখালী ইউএনও ‘র যৌথ পুষ্টি কার্যক্রম পরিদর্শন

মহেশখালী প্রতিনিধি

০৪.০৪.২০২৪ ইং বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় লম্বা ঘোনা কমিউনিটি ক্লিনিকে মহেশখালীর ইউএনও এবং ওয়ার্ল্ড ভিশন কর্তৃক  বাস্তবায়িত  পুষ্টি কার্যক্রম যৌথ পরিদর্শন করা হয়।

উক্ত যৌথ পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীকি মারমা উপজেলা নির্বাহী অফিসার মহেশখালী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার মুহাম্মদ মাহফুজুল হক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহেশখালী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাদেকুর রহমান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহেশখালী, উক্ত যৌথ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল বশর পারভেজ সভাপতি মহেশখালী প্রেসক্লাব, ইমরুল বিন কায়েস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম প্রতিনিধি, আলমগীর হোসাইন প্রোগ্রাম কো-অর্ডিনেটর আইএমসিএন প্রজেক্ট ওয়ার্ল্ড  ভিশন, মাহমুদ এমরান টেকনিক্যাল কোঅর্ডিনেটর নিউট্রেশন মহেশখালী, উপস্থিত ছিলেন লম্বা ঘোনা কমিউনিটি ক্লিনিক এর আওতাধীন ম্যাম চাইল্ড এর মা, প্রেগনেন্ট মা, দুগ্ধদানকারী মা সহ লম্বা ঘোনা কমিউনিটি ক্লিনিক এ কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী ও ওয়ার্ল্ড  ভিশনে কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মোহাম্মদ আনোয়ার আলম এইউএনএস ওয়ার্ল্ড ডিভিশন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে ডা: মুহাম্মদ মাহফুজুল হক মা’দের উদ্দেশ্যে অপুষ্টি  আক্রান্ত হতে ভালো না  হওয়ার কারণ হিসাবে ফুট শেয়ারিং, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা’কে দায়ী করে বলেন, একসময় গ্রামে গঞ্জে প্রচুর পেট ফোলা হাড্ডিসার বাচ্চাদের দেখা যেত এখন পুষ্টি প্রোগ্রামের কারণে সেটি আর চোখে পড়ে না বলে জানান। পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে পূর্বের মত ওয়ার্ল্ড ভিশনকেও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION